Ajker Patrika

কাপাসিয়ায় নতুন ইউএনওর যোগদান

কাপাসিয়া প্রতিনিধি
আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২১, ১৬: ১৪
Thumbnail image

গাজীপুরের কাপাসিয়ায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একেএম গোলাম মোর্শেদ খান যোগদান করেছেন। গতকাল রোববার উপজেলা অফিসার্স ক্লাবের আয়োজনে আয়োজিত অনুষ্ঠানে তাকে বরণ করে নেওয়া হয়। একই সঙ্গে মোসা. ইসমত আরা বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়।

উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. আমানত হোসেন খান উপস্থিত থেকে তাঁদের বরণ ও বিদায় সংবর্ধনা দেন।

৩৩ তম বিএসএস কর্মকর্তা একেএম গোলাম মোর্শেদ খান সর্বশেষ সিনিয়র সহকারী সচিব হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছেন। তাঁকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে পদায়নের লক্ষে গত ৩ আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ে সংযুক্ত করা হয়। এর আগে তিনি সহকারী কমিশনার (ভূমি) হিসেবে ২০১৮ সালের ৮ নভেম্বর থেকে ২০২০ সালের ৩০ জুলাই পর্যন্ত টঙ্গী রাজস্ব সার্কেলে দায়িত্ব পালন করেছেন। তাঁর বাড়ি নারায়ণগঞ্জের রূপগঞ্জে।

নতুন কর্মস্থলে যোগদান প্রসঙ্গে একেএম গোলাম মোর্শেদ খান বলেন, সবাই একসঙ্গে কাজ করব। এই জন্য সবার সহযোগিতা চাই।

এদিকে জনপ্রশাসন পদকপ্রাপ্ত মোসা. ইসমত আরাকে গাজীপুর সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত