Ajker Patrika

আন্তর্জাতিক অভিবাসন দিবস পালিত

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২১, ১৪: ২৪
আন্তর্জাতিক অভিবাসন দিবস পালিত

‘শতবর্ষে জাতির পিতা, সুবর্ণের স্বাধীনতা; অভিবাসনে আনব মর্যাদা ও নৈতিকতা’ প্রতিপাদ্য সামনে রেখে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত হয়েছে। দিবস উপলক্ষে গতকাল শনিবার সকালে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

ঠাকুরগাঁও জেলা প্রশাসনের আয়োজনে এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহযোগিতায় শোভাযাত্রা বের হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়

ঠাকুরগাঁও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মকছেদুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মাহবুবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মির্জা তারেক আহাম্মেদ বেগ, অতিরিক্ত জেলা প্রশাসক মামুন ভূঁইয়া প্রমুখ। পরে ‘নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়।

এ দিকে কুড়িগ্রামের চিলমারীতে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান আজাদ জামান, মহিলা ভাইস চেয়ারম্যান আছমা বেগম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা নুরুজ্জামান খান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সখিনা খাতুন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম প্রমুখ।

কুড়িগ্রামের ফুলবাড়ীতেও দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের এ সভার আয়োজন করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন দাসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার। বিশেষ অতিথি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব খানজাদা শাহারিয়ার বিন মান্নান। এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) বিমল চাকমা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান, ফুলবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) সারওয়ার পারভেজ প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাহজালাল বিমানবন্দরে আগুনের সূত্রপাত ও হতাহতের বিষয়ে যা জানা গেল

প্রায় ২৫০ কারখানার পণ্য পুড়ে যাওয়ার আশঙ্কা করছি: বিজিএমইএ সভাপতি

শাহজালালের কার্গো ভিলেজে কী ধরনের পণ্য থাকে

বিমানবন্দরের মতো কৌশলগত স্থাপনায় আগুন নিরাপত্তা ঘাটতির স্পষ্ট প্রমাণ: জামায়াত আমির

এখনো যথেষ্ট আগুন রয়েছে, তবে নিয়ন্ত্রণে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত