Ajker Patrika

টঙ্গীবাড়িতে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা কার্যক্রম

টঙ্গীবাড়ী (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২১, ১৬: ৪৬
টঙ্গীবাড়িতে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা কার্যক্রম

টঙ্গীবাড়ী উপজেলার ঐতিহ্যবাহী পুরা ডি সি উচ্চ বিদ্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে চলছে শিক্ষা কার্যক্রম। বিদ্যালয়ের মূল ফটকে তাপমাত্রা পরিমাপক যন্ত্রের ব্যবহার নিশ্চিত করে ছাত্র-ছাত্রীদের স্কুলে ঢুকতে দেওয়া হচ্ছে।

গতকাল মঙ্গলবার সরেজমিন ঘুরে দেখা গেছে, স্কুলের শিক্ষক–শিক্ষার্থীরা সবাই মাস্ক পরে এসেছেন। শিক্ষার্থীরা স্বাস্থ্যবিধি মেনে স্কুলে প্রবেশ করছে। শিক্ষার্থী উপস্থিতির হার শতকরা ৭০ ভাগ।

শিক্ষার্থী নিরব হালদার জানায়, প্রায় দেড় বছর পর ক্লাসে বসতে পেরে খুবই আনন্দিত। সব বন্ধু ও শিক্ষকদের সঙ্গে দেখা হচ্ছে। স্কুল খোলায় খুশি সে।

স্কুলের শিক্ষক আব্দুর রহিম মিয়া আজকের পত্রিকাকে বলেন, সরকারের শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্তকে সাধুবাদ জানাই।

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কামরুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, সরকারি সকল নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে পাঠদান করা হচ্ছে।

স্বাস্থ্যবিধি মানতে সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তাপমাত্রা মেপে শিক্ষার্থীদের স্কুলে প্রবেশ করানো হচ্ছে। মাস্ক বাধ্যতামূলক ও সামাজিক দূরত্ব বজায় রেখে শিক্ষা কার্যক্রম চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত