Ajker Patrika

সরকারি কলেজে ভর্তিতেও অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ

জামালগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০৫ মার্চ ২০২২, ১৪: ২৪
সরকারি কলেজে   ভর্তিতেও অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ

সুনামগঞ্জের জামালগঞ্জ সরকারি কলেজে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ উঠেছে। এতে শিক্ষার্থী ও অভিভাবকেরা ক্ষোভ প্রকাশ করেছেন।

অভিভাবকেরা জানান, করোনাকালে অনেকে আর্থিক সংকটে রয়েছে এর মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অতিরিক্ত টাকা আদায় করছে। এ পরিস্থিতিতে সন্তানদের ভর্তির টাকা জোগাড় করতে বিপাকে পড়েছেন তাঁরা। বোর্ডের পরিপত্র অনুযায়ী উপজেলা শহরের কলেজগুলোতে ১ হাজার ৫০০ টাকা ভর্তি ফি নেওয়ার কথা। কিন্তু জামালগঞ্জ সরকারি কলেজে শিক্ষার্থীদের থেকে নেওয়া হচ্ছে দুই থেকে আড়াই হাজার টাকা।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষার্থীরা অভিযোগ করে বলে, শিক্ষকেরা দুই হাজার থেকে আড়াই হাজার টাকা করে ভর্তি ফি নিয়েছেন। শিক্ষকদের চাপে বাধ্য হয়ে ধার-দেনা করে অতিরিক্ত টাকা দিয়ে কলেজে ভর্তি হয়ে তারা।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল বিন বারী অতিরিক্ত ভর্তি ফি নেওয়া বিষয়টি অস্বীকার করেন। তিনি জানান, এইচএসসি শিক্ষার্থীদের ভর্তির জন্য ১ হাজার ৫০০ টাকা, আট মাসের বেতন বাবদ ১ হাজার ৬০০ টাকা এবং ব্যবস্থাপনার জন্য নেওয়া হচ্ছে ১০০ টাকা।

অনার্সের শিক্ষার্থীদের কাছ থেকে প্রবেশ পত্রের জন্য ৩০০ টাকা নেওয়া বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এই টাকা জেলায় পাঠিয়ে দিই। আমরা রাখি না।’

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিশ্বজিত দেব বলেন, সরকার নির্ধারিত ফির অতিরিক্ত নেওয়ার কোনো সুযোগ নেই। এ বিষয়ে জানা ছিল না। তদন্তের পর ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‎জবি ছাত্রদল নেতা জুবায়েদ হত্যার ঘটনায় তাঁর ছাত্রী সপরিবারে পুলিশ হেফাজতে

৪৯তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ১২১৯

ফরিদপুরে এ কে আজাদের গণসংযোগে হামলা, গাড়ি ভাঙচুর

ভিডিও কলে ‘বিয়ে’: দেশে ফিরে দেখেন আরেকজনের স্ত্রী, অতঃপর কারাগারে

বিরল খনিজ ও তোষামোদের কূটনীতি: পাকিস্তান দেখাল কীভাবে ট্রাম্পের সঙ্গে ‘ডিল’ করতে হয়

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত