Ajker Patrika

প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান পেলেন মেধাবী মোস্তাকিম

তানোর প্রতিনিধি
আপডেট : ২৭ নভেম্বর ২০২১, ১৩: ৪৫
প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান পেলেন মেধাবী মোস্তাকিম

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের আর্থিক অনুদান পেয়েছেন তানোর উপজেলার অদম্য মেধাবী মোস্তাকিম আলী। কাঠমিস্ত্রির কাজের ফাঁকে পড়াশোনা করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভর্তি পরীক্ষায় ‘বি’ ইউনিটে প্রথম হন এই শিক্ষার্থী।

গতকাল শুক্রবার বেলা ১০টায় তানোর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মোস্তাকিমের হাতে ৩৫ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পংকজ চন্দ্র দেবনাথের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না।

অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু বাক্কার, মহিলা ভাইস চেয়ারম্যান সোনিয়া সরদার, তানোর থানার ওসি রাকিবুল হাসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা গোলাম হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সিদ্দিকুর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সানাউল্লা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিকুল ইসলাম প্রমুখ।

গত ১৩ অক্টোবর দৈনিক আজকের পত্রিকায় ‘দারিদ্র্য দমাতে পারেনি মোস্তাকিমকে, রাবিতে ‘বি’ ইউনিটে প্রথম’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।

উল্লেখ্য, তানোর উপজেলার বাঁধাইড় মিশনপাড়া গ্রামের সামাউন আলীর ছেলে মোস্তাকিম। দুই ভাই ও এক বোনের মধ্যে সবার বড় সে। বাবা পেশায় কাঠমিস্ত্রি। প্রাথমিক শিক্ষা শেষ করে মোস্তাকিম বাবার পেশায় যুক্ত হন। দিনে কাঠমিস্ত্রির কাজ করতেন, রাতে পড়াশোনা। ২০১৭ সালে জিপিএ-৪ দশমিক ৫৫ নিয়ে মাধ্যমিক ও ২০২০ সালে জিপিএ-৪ দশমিক ৮৩ পেয়ে উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। এবার রাবির ভর্তি পরীক্ষায় ‘বি’ ইউনিটে প্রথম স্থান অর্জন করেন মোস্তাকিম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

আইসিএক্স বাদ দিলে ঝুঁকিতে পড়বে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব, বিশেষজ্ঞদের উদ্বেগ

‘কলেমা পড়ে বিয়ে’ করা স্ত্রীর ঘরে গিয়ে মধ্যরাতে ঘেরাও পুলিশ কনস্টেবল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত