শাপলা খন্দকার, বগুড়া
দেশে তৈরি কৃষিযন্ত্রের সিংহভাগের জোগান বগুড়ার ফাউন্ড্রিশিল্প (ঢালাই কারখানা) থেকে আসে। তবে দেশের উৎপাদনের চেয়ে সাত গুণ বেশি মূল্যমানের কৃষিযন্ত্র আমদানি হয়, যার সিংহভাগ চীন থেকে আসে। বিদেশি পণ্যের সঙ্গে টিকতে পারছে না দেশীয় পণ্য। আর তাই রপ্তানি-সম্ভাবনাময় এই খাতের সক্ষমতা বাড়াতে প্রশিক্ষণের ব্যবস্থা, উন্নত যন্ত্র কেনাসহ শিল্প প্রণোদনার পাশাপাশি সহজ শর্তে ঋণের ব্যবস্থা করতে সরকারের প্রতি দাবি জানিয়েছেন উদ্যোক্তারা।
উদ্যোক্তারা জানান, আশির দশকে বগুড়ায় জাহাজের ভাঙা লোহা গলিয়ে ছাঁচে ফেলে কৃষিযন্ত্রাংশ তৈরি শুরু হয়। জেলায় ১০০ ফাউন্ড্রি এবং ১ হাজারের বেশি ওয়ার্কশপ রয়েছে। এসব ওয়ার্কশপের প্রধান গুচ্ছ গড়ে উঠেছে রেলওয়ের পাঁচ একর জমিতে। সেখানে সেচপাম্প, ধান ও গমমাড়াই যন্ত্র, ভুট্টামাড়াই যন্ত্র, ডিজেল ইঞ্জিনের পিস্টন ও লাইনার, ইঞ্জিন ও মেশিনের খুচরা যন্ত্রাংশ, পাওয়ার টিলার, সার, কম্বাইন্ড হারভেস্টর, ট্রাক্টর, বীজ, কীটনাশক স্পেয়ার, ডাইকাস্টিং, সোলার প্যানেল, অটোরাইস মেশিন, ওয়াটার পাম্প, ডেইরি ইকুইপমেন্টসহ বিভিন্ন যন্ত্র তৈরি হচ্ছে। এখানকার তৈরি সেচপাম্প রপ্তানি হচ্ছে ভারতে।
বগুড়া ফোরাম অব অ্যাগ্রো মেশিনারি ম্যানুফ্যাকচারিং অ্যান্ড প্রসেসিং জোনের (ফামপজ) সভাপতি গোলাম আজম টিকুল জানান, দেশে প্রতিবছর প্রায় ১ হাজার কোটি টাকার দেশি কৃষিযন্ত্রাংশ বিক্রি হয়, যার ৮০ শতাংশ বগুড়ার। অন্যদিকে প্রতিবছর আমদানি হয় প্রায় ৭ হাজার কোটি টাকার যন্ত্র ও যন্ত্রাংশ।
ব্যবসায়ীরা বলছেন, দক্ষ শ্রমিক ও মানসম্পন্ন মেশিনের অভাবে যন্ত্রের বদলে যন্ত্রাংশ তৈরিতেই আটকে আছে দেশের ফাউন্ড্রিশিল্প। তা-ও তৈরি করতে শুল্কসহ চড়া মূল্যে কাঁচামাল আমদানি করতে হয়। স্বভাবতই মানসম্পন্ন ও সস্তা বিদেশি কৃষিপণ্য বাজারে প্রভাব বিস্তার করছে। এর মধ্যে উন্নত প্রযুক্তিতে তৈরি চীনা যন্ত্রপাতি সবচেয়ে বেশি। এসব পণ্য শুল্ক ছাড়সহ আমদানি হচ্ছে, ফলে উৎপাদন খরচ কম।
বগুড়ার রনি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসের পরিচালক আবু বকর সিদ্দিক রনি আজকের পত্রিকাকে বলেন, চীনের মতো পণ্য বানাতে গেলে উন্নত মেশিনের দরকার। এর আমদানি শুল্ক বাদ দিলে এবং সরকার ভর্তুকি দিলে মেশিন কেনা সহজ হবে। সহজ শর্তে সরল সুদে সরকারি ঋণ দরকার। এ ছাড়া যন্ত্র মসৃণ করার জন্য কয়লা ফার্নিশের বদলে ইলেকট্রিক ফার্নিশের ব্যবস্থা করতে সরকারের উদ্যোগ দরকার।
শাকিল শেখের ওসমান মেটাল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসে তৈরি হয় শ্যালো মেশিন ও টেক্সটাইলের যন্ত্রপাতি লাইনার, পাম্প, পিস্টন। তাঁর দাবি, দেশি পণ্য মানসম্পন্ন হলেও দাম একটু বেশি বলে কৃষকেরা বিদেশি পণ্য খোঁজেন। শাকিল আরও বলেন, ‘উৎপাদন খরচ বেশি হওয়ায় আমাদের তৈরি পণ্যের দাম বেশি। দেশীয় শিল্পের বিকাশ করতে কাঁচামালে শুল্ক ছাড়ের সঙ্গে বিশেষ প্রণোদনাও লাগবে।’
বগুড়া চেম্বার অব কমার্সের সভাপতি মাসুদুর রহমান মিলন বলেন, ঋণ জটিলতা ও নিজস্ব জায়গার অভাবে অনেকটা খুঁড়িয়ে চলছে সম্ভাবনাময় খাত ফাউন্ড্রি ও কৃষিযন্ত্রপাতিশিল্প।
দেশে তৈরি কৃষিযন্ত্রের সিংহভাগের জোগান বগুড়ার ফাউন্ড্রিশিল্প (ঢালাই কারখানা) থেকে আসে। তবে দেশের উৎপাদনের চেয়ে সাত গুণ বেশি মূল্যমানের কৃষিযন্ত্র আমদানি হয়, যার সিংহভাগ চীন থেকে আসে। বিদেশি পণ্যের সঙ্গে টিকতে পারছে না দেশীয় পণ্য। আর তাই রপ্তানি-সম্ভাবনাময় এই খাতের সক্ষমতা বাড়াতে প্রশিক্ষণের ব্যবস্থা, উন্নত যন্ত্র কেনাসহ শিল্প প্রণোদনার পাশাপাশি সহজ শর্তে ঋণের ব্যবস্থা করতে সরকারের প্রতি দাবি জানিয়েছেন উদ্যোক্তারা।
উদ্যোক্তারা জানান, আশির দশকে বগুড়ায় জাহাজের ভাঙা লোহা গলিয়ে ছাঁচে ফেলে কৃষিযন্ত্রাংশ তৈরি শুরু হয়। জেলায় ১০০ ফাউন্ড্রি এবং ১ হাজারের বেশি ওয়ার্কশপ রয়েছে। এসব ওয়ার্কশপের প্রধান গুচ্ছ গড়ে উঠেছে রেলওয়ের পাঁচ একর জমিতে। সেখানে সেচপাম্প, ধান ও গমমাড়াই যন্ত্র, ভুট্টামাড়াই যন্ত্র, ডিজেল ইঞ্জিনের পিস্টন ও লাইনার, ইঞ্জিন ও মেশিনের খুচরা যন্ত্রাংশ, পাওয়ার টিলার, সার, কম্বাইন্ড হারভেস্টর, ট্রাক্টর, বীজ, কীটনাশক স্পেয়ার, ডাইকাস্টিং, সোলার প্যানেল, অটোরাইস মেশিন, ওয়াটার পাম্প, ডেইরি ইকুইপমেন্টসহ বিভিন্ন যন্ত্র তৈরি হচ্ছে। এখানকার তৈরি সেচপাম্প রপ্তানি হচ্ছে ভারতে।
বগুড়া ফোরাম অব অ্যাগ্রো মেশিনারি ম্যানুফ্যাকচারিং অ্যান্ড প্রসেসিং জোনের (ফামপজ) সভাপতি গোলাম আজম টিকুল জানান, দেশে প্রতিবছর প্রায় ১ হাজার কোটি টাকার দেশি কৃষিযন্ত্রাংশ বিক্রি হয়, যার ৮০ শতাংশ বগুড়ার। অন্যদিকে প্রতিবছর আমদানি হয় প্রায় ৭ হাজার কোটি টাকার যন্ত্র ও যন্ত্রাংশ।
ব্যবসায়ীরা বলছেন, দক্ষ শ্রমিক ও মানসম্পন্ন মেশিনের অভাবে যন্ত্রের বদলে যন্ত্রাংশ তৈরিতেই আটকে আছে দেশের ফাউন্ড্রিশিল্প। তা-ও তৈরি করতে শুল্কসহ চড়া মূল্যে কাঁচামাল আমদানি করতে হয়। স্বভাবতই মানসম্পন্ন ও সস্তা বিদেশি কৃষিপণ্য বাজারে প্রভাব বিস্তার করছে। এর মধ্যে উন্নত প্রযুক্তিতে তৈরি চীনা যন্ত্রপাতি সবচেয়ে বেশি। এসব পণ্য শুল্ক ছাড়সহ আমদানি হচ্ছে, ফলে উৎপাদন খরচ কম।
বগুড়ার রনি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসের পরিচালক আবু বকর সিদ্দিক রনি আজকের পত্রিকাকে বলেন, চীনের মতো পণ্য বানাতে গেলে উন্নত মেশিনের দরকার। এর আমদানি শুল্ক বাদ দিলে এবং সরকার ভর্তুকি দিলে মেশিন কেনা সহজ হবে। সহজ শর্তে সরল সুদে সরকারি ঋণ দরকার। এ ছাড়া যন্ত্র মসৃণ করার জন্য কয়লা ফার্নিশের বদলে ইলেকট্রিক ফার্নিশের ব্যবস্থা করতে সরকারের উদ্যোগ দরকার।
শাকিল শেখের ওসমান মেটাল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসে তৈরি হয় শ্যালো মেশিন ও টেক্সটাইলের যন্ত্রপাতি লাইনার, পাম্প, পিস্টন। তাঁর দাবি, দেশি পণ্য মানসম্পন্ন হলেও দাম একটু বেশি বলে কৃষকেরা বিদেশি পণ্য খোঁজেন। শাকিল আরও বলেন, ‘উৎপাদন খরচ বেশি হওয়ায় আমাদের তৈরি পণ্যের দাম বেশি। দেশীয় শিল্পের বিকাশ করতে কাঁচামালে শুল্ক ছাড়ের সঙ্গে বিশেষ প্রণোদনাও লাগবে।’
বগুড়া চেম্বার অব কমার্সের সভাপতি মাসুদুর রহমান মিলন বলেন, ঋণ জটিলতা ও নিজস্ব জায়গার অভাবে অনেকটা খুঁড়িয়ে চলছে সম্ভাবনাময় খাত ফাউন্ড্রি ও কৃষিযন্ত্রপাতিশিল্প।
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৭ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৭ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৭ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫