Ajker Patrika

হরিরামপুরে ৭৫০ মিটার নিষিদ্ধ জাল ধ্বংস

হরিরামপুর প্রতিনিধি
আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২১, ১৫: ৫৯
হরিরামপুরে ৭৫০ মিটার নিষিদ্ধ জাল ধ্বংস

হরিরামপুরে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের যৌথ অভিযানে প্রায় ৭৫০ মিটার নিষিদ্ধ চায়না জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়। এ সময় নিষিদ্ধ জাল মজুত করার দায়ে রাজার কলতা গ্রামের আব্দুর রহমান ও চান মিয়া নামের দুজনকে ভ্রাম্যমাণ আদালতে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম।

গতকাল মঙ্গলবার সকাল ১১টার দিকে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সাইফুর রহমানের নেতৃত্বে উপজেলার কলতা এলাকায় অভিযান চালিয়ে চায়না জাল জব্দ করে উপজেলা চত্বরে এনে তা পুড়িয়ে দেওয়া হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সাইফুর রহমান বলেন, ‘কলতা এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৭৫০ মিটার নিষিদ্ধ চায়না জাল জব্দ করা হয়। পরে বেলা ২টার দিকে উপজেলা চত্বরের পাশেই তা পুড়িয়ে ফেলা হয়।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, ‘উপজেলার কলতা এলাকায় দুজন ব্যবসায়ীকে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর ৫ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’

জব্দকৃত চায়না দোয়ারি জাল পোড়ানোর সময় হরিরামপুর থানার উপপরিদর্শক আব্দুস সালাম ও উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত