জনপ্রিয় তেলুগু অভিনেতা চন্দ্র মোহন মারা গেছেন। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, আজ শনিবার সকালে হায়দরাবাদের অ্যাপোলো হাসপাতালে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি।
চন্দ্র মোহনের পরিবারের একজন সদস্য সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘বয়সজনিত সমস্যার কারণে বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। অ্যাপোলো হাসপাতালে আজ সকাল পৌনে ১০টা নাগাদ শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। আগামী সোমবার তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।’
১৯৪৩ সালের ২৩ মে অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা জেলার পামিদিমুক্কালা গ্রামে জন্মগ্রহণ করেন চন্দ্র মোহন। ১৯৬৬ সালে ‘রঙ্গুলা রত্নম’ সিনেমার মাধ্যমে তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে পরিচিতি পান। এই সিনেমার জন্য রাজ্য সরকারের হাত থেকে সেরা অভিনেতা হিসেবে নন্দী পুরস্কার পেয়েছিলেন তিনি।
১৯৬৮ সালে ‘সুখা দুহকালুতে’ অভিনয় করেছিলেন চন্দ্র মোহন। এরপর ‘পদহারেল্লা ভায়াসু’, ‘সিরি সিরি মুভভা’, ‘সীতামলক্ষ্মী’, ‘রাধা কল্যাণম’, ‘শঙ্করাভরণম’-এর মতো সিনেমায় অভিনয় করেন তিনি।
এই অভিনেতা পাঁচ শতাধিক সিনেমায় অভিনয় করেছেন। পেয়েছেন অসংখ্য পুরস্কার। এর মধ্যে সেরা অভিনেতা ও ক্যারেক্টার আর্টিস্ট হিসেবে রাজ্য সরকারের কাছ থেকে দুটি ফিল্মফেয়ার পুরস্কার রয়েছে।
জনপ্রিয় তেলুগু অভিনেতা চন্দ্র মোহন মারা গেছেন। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, আজ শনিবার সকালে হায়দরাবাদের অ্যাপোলো হাসপাতালে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি।
চন্দ্র মোহনের পরিবারের একজন সদস্য সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘বয়সজনিত সমস্যার কারণে বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। অ্যাপোলো হাসপাতালে আজ সকাল পৌনে ১০টা নাগাদ শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। আগামী সোমবার তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।’
১৯৪৩ সালের ২৩ মে অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা জেলার পামিদিমুক্কালা গ্রামে জন্মগ্রহণ করেন চন্দ্র মোহন। ১৯৬৬ সালে ‘রঙ্গুলা রত্নম’ সিনেমার মাধ্যমে তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে পরিচিতি পান। এই সিনেমার জন্য রাজ্য সরকারের হাত থেকে সেরা অভিনেতা হিসেবে নন্দী পুরস্কার পেয়েছিলেন তিনি।
১৯৬৮ সালে ‘সুখা দুহকালুতে’ অভিনয় করেছিলেন চন্দ্র মোহন। এরপর ‘পদহারেল্লা ভায়াসু’, ‘সিরি সিরি মুভভা’, ‘সীতামলক্ষ্মী’, ‘রাধা কল্যাণম’, ‘শঙ্করাভরণম’-এর মতো সিনেমায় অভিনয় করেন তিনি।
এই অভিনেতা পাঁচ শতাধিক সিনেমায় অভিনয় করেছেন। পেয়েছেন অসংখ্য পুরস্কার। এর মধ্যে সেরা অভিনেতা ও ক্যারেক্টার আর্টিস্ট হিসেবে রাজ্য সরকারের কাছ থেকে দুটি ফিল্মফেয়ার পুরস্কার রয়েছে।
ইতিমধ্যে জনপ্রিয় হয়েছে তানিয়া বৃষ্টি ও নিলয় আলমগীর জুটি। এই জুটি অভিনীত জনপ্রিয় নাটকগুলোর মধ্যে রয়েছে ‘সুখের স্যুটকেস’, ‘ঘরজামাই’, ‘আপন পর’, ‘ক্র্যাক গার্ল’, ‘বউয়ের মন পুলিশ পুলিশ’ ইত্যাদি। এবার এই জুটি নিয়ে নতুন নাটক নির্মাণ করলেন নাজমুল রনি। নাটকের নাম ‘পার্সেল’। একটি পার্সেলকে কেন্দ্র করে এগিয়েছে
৫ ঘণ্টা আগেশর্ত সাপেক্ষে তুলে নেওয়া হয়েছে রাজধানীর উত্তরার ৪ নম্বর সেক্টরে আবাসিক এলাকায় শুটিং কার্যক্রমের নিষেধাজ্ঞা। গত শনিবার শুটিং-সংশ্লিষ্ট সংগঠনগুলোর সঙ্গে বৈঠক শেষে উত্তরা ৪ নম্বর সেক্টর আবাসিক এলাকা কল্যাণ সমিতি কর্তৃপক্ষ প্রধান শর্ত হিসেবে জানায়, রাত ১১টার আগে শেষ করতে হবে শুটিং। এমনটা মেনে নিয়ে
৬ ঘণ্টা আগেসাধারণত ‘সুপারস্টার’ কিংবা ‘মেগাস্টার’—এ ধরনের তকমা পছন্দ নয় দেবের। রঘু ডাকাত সিনেমায়ও তাঁর নামের আগে মেগাস্টার শব্দটি ব্যবহার করার বিরোধী ছিলেন তিনি।
১৮ ঘণ্টা আগেনায়ক জসীমের ছেলে ‘ওন্ড’ ব্যান্ডের ভোকাল এ কে রাতুল মারা গেছেন। আজ রোববার বেলা সাড়ে ৩টার দিকে জিমে শরীরচর্চা করার সময় তিনি হৃদ্রোগে আক্রান্ত হন। এরপর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। রাতুলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সংগীতশিল্পী আলিফ আলাউদ্দীনসহ একাধিকজন।
১৯ ঘণ্টা আগে