দক্ষিণ ভারতের কন্নড় চলচ্চিত্রের সুপারস্টার যশের জন্মদিন আজ। প্রিয় অভিনেতার জন্মদিনে একের পর এক চমক থেকে সারপ্রাইজ দিতে বিভিন্ন উদ্যোগ নিয়েছেন তাঁর ভক্তরা। আর সেখানেই ঘটে এক বড় দুর্ঘটনা। হিন্দুস্তান টাইমস জানিয়েছে, আজ সোমবার কর্ণাটকের গদগ জেলায় অভিনেতার জন্মদিনের ব্যানার টাঙাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মারা গেছেন তিনজন। তাঁদের নাম হনুমন্ত হরিজন, মুড়ালি নাদুভিনামনি এবং নবীন গাজি। তাঁদের বয়স ২০ থেকে ২৪ বছরের মধ্যে।
গদগ পুলিশ সুপার সংবাদমাধ্যমকে বলেন, ‘ব্যানারটি টাঙানোর সময় তিনজন বিদ্যুতায়িত হয়েছেন। সেই সঙ্গে তিনজন আহতও হয়েছেন। ব্যানারটিতে একটি ধাতব ফ্রেম ছিল, যা একটি তারের সংস্পর্শে আসে। ঘটনায় লক্ষ্মেশ্বর থানায় একটি মামলা করা হয়েছে। আমরা বিষয়টি তদন্ত করব।’
ঘটনাস্থল পরিদর্শনকারী শিরহাট্টির বিধায়ক চন্দ্রু লামানি বলেন, ‘আমরা জনসাধারণকে অনুরোধ করছি কোনো ধাতব ফ্রেমের ব্যানার না লাগাতে। আমি যশকে মৃত ব্যক্তিদের পরিবারের সঙ্গে দেখা করার জন্য অনুরোধ করছি।’
কেজিএফ তারকা যশের জন্মদিন উদ্যাপনে প্রতিবছরই ভক্তদের উন্মাদনা নজর কাড়ে। ৪ জানুয়ারি টুইটারে (এক্স) যশ জানিয়েছেন, শহর থেকে দূরে থাকায় তিনি ৮ জানুয়ারি ভক্তদের সঙ্গে দেখা করতে পারবেন না।
কন্নড় চলচ্চিত্র ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় মুখ যশ। তিনি ২০০৭ সালে ‘জাম্বাদা হুডুগি’ সিনেমার মাধ্যমে আত্মপ্রকাশ করেন। অভিনেতা ‘রকি’ (২০০৮), ‘গুগলি’ (২০১৩) এবং ‘মি. এবং মিসেস রামচারী’র (২০১৪) মতো সিনেমায় অভিনয় দিয়ে দর্শকপ্রিয়তা লাভ করেন। ব্যবসাসফল ‘কেজিএফ’ সিরিজে রকি ভাইয়ের চরিত্রে অভিনয় তাঁকে বিশ্বব্যাপী খ্যাতি এনে দেয়।
দক্ষিণ ভারতের কন্নড় চলচ্চিত্রের সুপারস্টার যশের জন্মদিন আজ। প্রিয় অভিনেতার জন্মদিনে একের পর এক চমক থেকে সারপ্রাইজ দিতে বিভিন্ন উদ্যোগ নিয়েছেন তাঁর ভক্তরা। আর সেখানেই ঘটে এক বড় দুর্ঘটনা। হিন্দুস্তান টাইমস জানিয়েছে, আজ সোমবার কর্ণাটকের গদগ জেলায় অভিনেতার জন্মদিনের ব্যানার টাঙাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মারা গেছেন তিনজন। তাঁদের নাম হনুমন্ত হরিজন, মুড়ালি নাদুভিনামনি এবং নবীন গাজি। তাঁদের বয়স ২০ থেকে ২৪ বছরের মধ্যে।
গদগ পুলিশ সুপার সংবাদমাধ্যমকে বলেন, ‘ব্যানারটি টাঙানোর সময় তিনজন বিদ্যুতায়িত হয়েছেন। সেই সঙ্গে তিনজন আহতও হয়েছেন। ব্যানারটিতে একটি ধাতব ফ্রেম ছিল, যা একটি তারের সংস্পর্শে আসে। ঘটনায় লক্ষ্মেশ্বর থানায় একটি মামলা করা হয়েছে। আমরা বিষয়টি তদন্ত করব।’
ঘটনাস্থল পরিদর্শনকারী শিরহাট্টির বিধায়ক চন্দ্রু লামানি বলেন, ‘আমরা জনসাধারণকে অনুরোধ করছি কোনো ধাতব ফ্রেমের ব্যানার না লাগাতে। আমি যশকে মৃত ব্যক্তিদের পরিবারের সঙ্গে দেখা করার জন্য অনুরোধ করছি।’
কেজিএফ তারকা যশের জন্মদিন উদ্যাপনে প্রতিবছরই ভক্তদের উন্মাদনা নজর কাড়ে। ৪ জানুয়ারি টুইটারে (এক্স) যশ জানিয়েছেন, শহর থেকে দূরে থাকায় তিনি ৮ জানুয়ারি ভক্তদের সঙ্গে দেখা করতে পারবেন না।
কন্নড় চলচ্চিত্র ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় মুখ যশ। তিনি ২০০৭ সালে ‘জাম্বাদা হুডুগি’ সিনেমার মাধ্যমে আত্মপ্রকাশ করেন। অভিনেতা ‘রকি’ (২০০৮), ‘গুগলি’ (২০১৩) এবং ‘মি. এবং মিসেস রামচারী’র (২০১৪) মতো সিনেমায় অভিনয় দিয়ে দর্শকপ্রিয়তা লাভ করেন। ব্যবসাসফল ‘কেজিএফ’ সিরিজে রকি ভাইয়ের চরিত্রে অভিনয় তাঁকে বিশ্বব্যাপী খ্যাতি এনে দেয়।
১৯৯৯ সালে যাত্রা শুরু নেমেসিস ব্যান্ডের। প্রতিষ্ঠার ছয় বছর পর ২০০৫ সালে প্রকাশ পেয়েছিল ব্যান্ডের প্রথম স্টুডিও অ্যালবাম ‘অন্বেষণ’। এরপর ২০১১ ও ২০১৭ সালে আসে ‘তৃতীয় যাত্রা’ ও ‘গণজোয়ার’ নামের আরও দুটি স্টুডিও অ্যালবাম। প্রতিটি অ্যালবামে ছিল ৬ বছরের গ্যাপ। তবে চতুর্থ অ্যালবাম প্রকাশ করতে আরও বেশি সময়
১৬ ঘণ্টা আগেবিজ্ঞাপনের মডেল হওয়ার পর গত বছর মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘সন্ধিক্ষণ’ নাটক দিয়ে অভিনয়ে নাম লিখিয়েছেন মালাইকা চৌধুরী। সম্পর্কে তিনি মেহজাবীন চৌধুরীর ছোট বোন। নিজ অভিজ্ঞতার আলোকে পরামর্শ দিয়ে বোন মালাইকাকে সার্বক্ষণিক সহযোগিতা করছেন মেহজাবীন। অভিনয়ের প্রথম প্রশিক্ষণও বড় বোনের কাছেই পেয়েছেন মালাইকা।
১৬ ঘণ্টা আগে৫ মে শুরু হয়েছে তারকাদের ক্রিকেট টুর্নামেন্ট ‘সেলিব্রিটি চ্যাম্পিয়নস ট্রফি’ বা সিসিটি। প্রথম রাউন্ড শেষে ফাইনালে উঠেছে গিগাবাইট টাইটানস ও স্বপ্নধরা স্পারটান্স। দল দুটির মেন্টর হিসেবে আছেন নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম ও মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।
১৬ ঘণ্টা আগেসিনেমার কোনো সীমান্ত নেই, সিনেমা মানে না কাঁটাতারের বিধিনিষেধ—প্রতিবছর কান চলচ্চিত্র উৎসবে সেটা আরও স্পষ্ট হয়ে ধরা দেয়। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পরিচালক, প্রযোজক, সেলস এজেন্ট ও সাংবাদিকেরা হাজির হন ‘বড় পর্দার অলিম্পিক’খ্যাত এ উৎসবে। নির্মাতারা আসেন তাঁদের সিনেমা দেখাতে। সেসব বিক্রির প্রক্রিয়া
১৬ ঘণ্টা আগে