Ajker Patrika

পুষ্পায় বিখ্যাত মদের ব্র্যান্ডের লোভনীয় প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন আল্লু

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৩, ১৭: ০৫
পুষ্পায় বিখ্যাত মদের ব্র্যান্ডের লোভনীয় প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন আল্লু

বহুজাতিক মদ উৎপাদনকারী প্রতিষ্ঠানের লোভনীয় প্রস্তাব ফিরিয়ে আলোচনায় তেলুগু সুপারস্টার আল্লু অর্জুন। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ‘পুষ্পা-২’ সিনেমায় প্রতিষ্ঠানটির পণ্যের প্রচারণায় ১০ কোটি রুপির লোভনীয় প্রস্তাব পান আল্লু। কিন্তু সেই প্রস্তাব যেন ফুঁ দিয়ে উড়িয়ে দিয়েছেন পুষ্পা।

প্রতিষ্ঠানটির প্রস্তাব ছিল ‘পুষ্পা ২’-এ আল্লু অর্জুন যতবার সিগারেট ফুঁকবেন বা তামাক চিবোবেন ততবার যেন পর্দায় তাদের লোগো ভেসে ওঠে। কিন্তু ১০ কোটি রুপির প্রলোভন গলা দিয়ে নামানো যায়নি আল্লু অর্জুনের। শুধু এ ঘটনা নয়, পুষ্পার প্রথম পর্ব তথা ‘পুষ্পা: দ্য রাইজ’ মুক্তির পর একটি তামাক সংস্থা তাঁকে দিয়ে বিজ্ঞাপন করাতে চেয়েছিল, সে সময় তা-ও ফিরিয়ে দেন আল্লু।

অনেকের মতে, এ ধরনের প্রলোভন সামলানো সহজ নয়। শাহরুখ খান, অজয় দেবগন এমনকি অক্ষয় কুমারকেও দেখা গেছে, সমাজ বদলের ডাক দিয়ে সিনেমা বানালেও দিনের শেষে গুটকা বা পান মসলার বিজ্ঞাপন করতে। সেখানে বিবেক বোধ, সমাজ চেতনা সবই অর্থের কাছে ফিকে পড়ে যায়। তবে আল্লু অর্জুনের ক্ষেত্রে দেখা গেল এর উল্টো।

উল্লেখ্য, ‘পুষ্পা দ্য রাইজের’ জন্য ইতিমধ্যে সেরা অভিনেতা হিসেবে জাতীয় পুরস্কার পেয়েছেন আল্লু। বছরের শুরুতে ‘পুষ্পা ২’-এ নিজের ফার্স্ট লুকও প্রকাশ করেছেন এই তেলুগু অভিনেতা। ২০২৪ সালের ১৫ আগস্ট মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত