Ajker Patrika

একই দিনে মুক্তি পাচ্ছে সৃজিতের দুই ছবি

আপডেট : ০২ জানুয়ারি ২০২২, ১৯: ৪০
একই দিনে মুক্তি পাচ্ছে সৃজিতের দুই ছবি

সৃজিত মুখোপাধ্যায়ের ছবি মানেই দর্শকদের একটু অন্য রকম ভাবনার খোরাক। কলকাতার জনপ্রিয় এই পরিচালকের ছবি যেন নিঃশব্দে টলিউডের অন্য পরিচালকদের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দেয়। তাই তো ‘অটোগ্রাফ’ এর পরিচালকের নতুন ছবির তারিখ ঘোষণা হলে দর্শকদের পাশাপাশি সমালোচকেরাও নড়েচড়ে বসেন। বক্স অফিসে সৃজিতের ছবির মুখোমুখি হতে টলিউডের অন্য তারকা, পরিচালকেরা একবারের জায়গায় দুবার ভাবেন। অন্য প্রযোজকেরা নতুন করে নিজেদের প্ল্যান সাজাতে বসেন। বক্স অফিসে এই প্রথম তাঁর পরিচালনায় একই দিনে বাংলা ছবির পাশাপাশি মুক্তি পাচ্ছে হিন্দি ছবি। সৃজিতের পরিচালনায় এসভিএফ প্রযোজিত ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’ আগামী ৪ ফেব্রুয়ারি মুক্তি পাবে একসঙ্গে বাংলা ও হিন্দিতে।

এর আগে বারবার বদল হয়েছে মুক্তির তারিখ। তবে শেষমেশ আগামী ৪ ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে এই ছবি। মরুভূমি,পাহাড়ের পর এবার আফ্রিকার জঙ্গলে যাবেন রাজা রায়চৌধুরী ওরফে কাকাবাবু। সুনীল গঙ্গোপাধ্যায়ের কাকাবাবু সিরিজের উপন্যাস ‘জঙ্গলের মধ্যে এক হোটেল’ অবলম্বনে তৈরি হয়েছে এই ছবির চিত্রনাট্য। ছবিটির প্রেক্ষাপট কেনিয়া। সন্তুকে নিয়ে সেখানে বেড়াতে যান কাকাবাবু। নাইরোবি শহরে পা রাখার পরই ঘনীভূত হয় রহস্য। মাসাইমারার জঙ্গল থেকে আফ্রিকার বিখ্যাত মাসাই যোদ্ধা—সবকিছুর দেখা মিলবে এই ছবিতে। 'কাকাবাবু' সিরিজের এই তিন নম্বর অ্যাডভেঞ্চারেও প্রধান চরিত্রে রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং আরিয়ান ভৌমিক।

‘কাকাবাবু’ ছবি হিন্দি ভাষায় মুক্তি পাওয়ার প্রসঙ্গে সৃজিত মুখোপাধ্যায় জানিয়েছেন, ‘আমার বিশ্বাস, কাকাবাবুর অ্যাডভেঞ্চার কেবল বাংলা নয়, ভারতের বিভিন্ন অঞ্চলের মানুষেরই মন ছুঁয়ে যাবে। হিন্দিতে এই ছবি মুক্তির সিদ্ধান্ত বাংলা সাহিত্যের সম্পদ কাকাবাবুকে দেশীয় জায়গায় পৌঁছে দেবে। বাংলার বাইরে মানুষ ইতিমধ্য়েই ব্যোমকেশ আর ফেলুদাকে চেনে। এবার কাকাবাবুকে বাংলার বাইরে তুলে ধরব ভাবতেই ভালো লাগছে।’

তবে জানিয়ে রাখা ভালো, এই একই তারিখে অর্থাৎ ৪ ফেব্রুয়ারি সৃজিতের পরিচালনায় কিংবদন্তি নারী ক্রিকেটার মিতালি রাজের বায়োপিক মুক্তি পাওয়ার কথা। সেই ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন তাপসী পান্নু। গত বছরের ৩ নভেম্বর মিতালি রাজের জন্মদিনে তাঁর বায়োপিক মুক্তির তারিখ সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করেছিলেন সৃজিত। যা বোঝা যাচ্ছে, আগামী ফেব্রুয়ারিতে একই তারিখে নিজেই নিজের প্রতিদ্বন্দ্বী হিসেবে নামছেন এই পরিচালক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত