বোন লোচন ঠাকুরকে সঙ্গে নিয়ে এই মুহূর্তে নিউইয়র্কে আছেন অভিনেত্রী ম্রুণাল ঠাকুর। আর সেখানেই হয়েছে অভিনেত্রীর স্বপ্নপূরণ। জনপ্রিয় হ্যারি পটার অভিনেতা ড্যানিয়েল র্যাডক্লিফের সাক্ষাৎ পেয়েছেন অভিনেত্রী।
ড্যানিয়েল র্যাডক্লিফের সেলফিতে বোনের সঙ্গে বেশ উচ্ছ্বসিত দেখা গেছে অভিনেত্রীকে। নিজের ইনস্টাগ্রামের স্টোরিতে সেই ছবি পোস্ট করেছেন ম্রুণাল। অন্য একটি স্টোরিতে অভিনেত্রীর পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে, ড্যানিয়েল ভক্তদের সঙ্গে সেলফি তুলতে ব্যস্ত। ম্রুণালের পাশে দাঁড়িয়ে তখন তাঁর বোন চিৎকার করছেন, ‘ড্যানিয়েল, আমরা তোমাকে ভালোবাসি।’ সেলফি তোলার ফাঁকেই অভিনেতা তাঁদের উদ্দেশে বলে ওঠেন, ‘আমি জানতাম।’
ভিডিওটির ক্যাপশনে ম্রুণাল লিখেছেন, ‘আর এটাই হয়েছে।’ ড্যানিয়েলের সঙ্গে ম্রুণাল যে সেলফিটি পোস্ট করেছেন, সেখানে অভিনেতার মুখ সাদা মাস্কে ঢাকা ছিল। তবে নিউ ইয়র্কের কোথায় তাঁদের দেখা হয়েছে তা খোলসা করেননি অভিনেত্রী।
প্রসঙ্গত, যুক্তরাষ্ট্র নিজের ছবির প্রচার সারছেন ম্রুণাল। ‘হাই নান্না’ সিনেমার অভিনেতা নানিকে সঙ্গে নিয়ে বিভিন্ন প্রেক্ষাগৃহে প্রচারণায় দেখা গেছে অভিনেত্রীকে।
বোন লোচন ঠাকুরকে সঙ্গে নিয়ে এই মুহূর্তে নিউইয়র্কে আছেন অভিনেত্রী ম্রুণাল ঠাকুর। আর সেখানেই হয়েছে অভিনেত্রীর স্বপ্নপূরণ। জনপ্রিয় হ্যারি পটার অভিনেতা ড্যানিয়েল র্যাডক্লিফের সাক্ষাৎ পেয়েছেন অভিনেত্রী।
ড্যানিয়েল র্যাডক্লিফের সেলফিতে বোনের সঙ্গে বেশ উচ্ছ্বসিত দেখা গেছে অভিনেত্রীকে। নিজের ইনস্টাগ্রামের স্টোরিতে সেই ছবি পোস্ট করেছেন ম্রুণাল। অন্য একটি স্টোরিতে অভিনেত্রীর পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে, ড্যানিয়েল ভক্তদের সঙ্গে সেলফি তুলতে ব্যস্ত। ম্রুণালের পাশে দাঁড়িয়ে তখন তাঁর বোন চিৎকার করছেন, ‘ড্যানিয়েল, আমরা তোমাকে ভালোবাসি।’ সেলফি তোলার ফাঁকেই অভিনেতা তাঁদের উদ্দেশে বলে ওঠেন, ‘আমি জানতাম।’
ভিডিওটির ক্যাপশনে ম্রুণাল লিখেছেন, ‘আর এটাই হয়েছে।’ ড্যানিয়েলের সঙ্গে ম্রুণাল যে সেলফিটি পোস্ট করেছেন, সেখানে অভিনেতার মুখ সাদা মাস্কে ঢাকা ছিল। তবে নিউ ইয়র্কের কোথায় তাঁদের দেখা হয়েছে তা খোলসা করেননি অভিনেত্রী।
প্রসঙ্গত, যুক্তরাষ্ট্র নিজের ছবির প্রচার সারছেন ম্রুণাল। ‘হাই নান্না’ সিনেমার অভিনেতা নানিকে সঙ্গে নিয়ে বিভিন্ন প্রেক্ষাগৃহে প্রচারণায় দেখা গেছে অভিনেত্রীকে।
ইতিমধ্যে জনপ্রিয় হয়েছে তানিয়া বৃষ্টি ও নিলয় আলমগীর জুটি। এই জুটি অভিনীত জনপ্রিয় নাটকগুলোর মধ্যে রয়েছে ‘সুখের স্যুটকেস’, ‘ঘরজামাই’, ‘আপন পর’, ‘ক্র্যাক গার্ল’, ‘বউয়ের মন পুলিশ পুলিশ’ ইত্যাদি। এবার এই জুটি নিয়ে নতুন নাটক নির্মাণ করলেন নাজমুল রনি। নাটকের নাম ‘পার্সেল’। একটি পার্সেলকে কেন্দ্র করে এগিয়েছে
৫ ঘণ্টা আগেশর্ত সাপেক্ষে তুলে নেওয়া হয়েছে রাজধানীর উত্তরার ৪ নম্বর সেক্টরে আবাসিক এলাকায় শুটিং কার্যক্রমের নিষেধাজ্ঞা। গত শনিবার শুটিং-সংশ্লিষ্ট সংগঠনগুলোর সঙ্গে বৈঠক শেষে উত্তরা ৪ নম্বর সেক্টর আবাসিক এলাকা কল্যাণ সমিতি কর্তৃপক্ষ প্রধান শর্ত হিসেবে জানায়, রাত ১১টার আগে শেষ করতে হবে শুটিং। এমনটা মেনে নিয়ে
৫ ঘণ্টা আগেসাধারণত ‘সুপারস্টার’ কিংবা ‘মেগাস্টার’—এ ধরনের তকমা পছন্দ নয় দেবের। রঘু ডাকাত সিনেমায়ও তাঁর নামের আগে মেগাস্টার শব্দটি ব্যবহার করার বিরোধী ছিলেন তিনি।
১৭ ঘণ্টা আগেনায়ক জসীমের ছেলে ‘ওন্ড’ ব্যান্ডের ভোকাল এ কে রাতুল মারা গেছেন। আজ রোববার বেলা সাড়ে ৩টার দিকে জিমে শরীরচর্চা করার সময় তিনি হৃদ্রোগে আক্রান্ত হন। এরপর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। রাতুলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সংগীতশিল্পী আলিফ আলাউদ্দীনসহ একাধিকজন।
১৯ ঘণ্টা আগে