Ajker Patrika

২৯ জুন থেকে এইচএসসির ফরম পূরণ শুরু

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ২৫ জুন ২০২১, ১৭: ০৪
Thumbnail image

ঢাকা: দেশে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় এবারের এইচএসসি পরীক্ষা নিয়ে অনিশ্চয়তার তৈরি হয়েছে। এরই মধ্যে এ বছরের এইচএসসি পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি দিয়েছে ঢাকা শিক্ষাবোর্ড। স্বাস্থ্যবিধি মেনে আগামী ২৯ জুন থেকে ফরম পূরণ শুরু হবে, শেষ হবে ১১ জুলাই। শিক্ষার্থী ও সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানকে ফরম পূরণ প্রক্রিয়াটি অনলাইনে সম্পন্ন করতে হবে।  

গতকাল বৃহস্পতিবার (২৪ জুন) ঢাকা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এসএম আমিরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।  

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজ্ঞান শাখার জন্য ২ হাজার ৫০০ টাকা, মানবিক এবং ব্যবসায় শিক্ষা শাখার জন্য ১ হাজার ৯৪০ টাকা করে ফি নির্ধারণ করা হয়েছে। যেহেতু এবারের এইচএসসি পরীক্ষা উপলক্ষে কোনো নির্বাচনী পরীক্ষা হবে না। তাই এ সংক্রান্ত কোনো ফি নেওয়া যাবে না। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্ধারিত ফির অতিরিক্ত ফি আদায় করা যাবে না। এ সংক্রান্ত কোনো তথ্য পাওয়া গেলে সংশ্লিষ্ট কলেজের ফরম পূরণ প্যানেল বন্ধ করাসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 

করোনার কারণে গত বছর জেএসসি ও এসএসসি পরীক্ষার ফলের গড়ের ওপর এইচএসসির ফলাফল দেওয়া হয়। চলতি বছর ৮৪ দিনের পাঠ পরিকল্পনার ভিত্তিতে এইচএসসি পরীক্ষা নেওয়ার পরিকল্পনা রয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের। কিন্তু করোনা পরিস্থিতির উন্নতি না হওয়ায় বাকি সময়ে সরাসরি ক্লাসরুমে ৮৪ দিন পড়িয়ে পরীক্ষায় নেওয়া সম্ভব হবে কি–না তা নিয়ে প্রশ্ন উঠেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হেফাজতে যুবদল নেতার মৃত্যু, সেনা ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার

রাজধানীর প্রেসক্লাব এলাকায় লিফলেট বিতরণ করল আ.লীগ

‘মধ্যমপন্থী’ দল গড়ছেন অভ্যুত্থানের নেতারা, আলোচনায় ইলিশ প্রতীক

লিবিয়ার সৈকতে ২০ জনের গলিত লাশ, সবাই বাংলাদেশি বলে ধারণা

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে যুবদল নেতার মৃত্যু, বিচার চাইল বিএনপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত