নিজস্ব প্রতিবেদক, ঢাকা
চলতি বছরের এইচএসসি পরীক্ষায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) পরীক্ষা ৭৫ নম্বরে অনুষ্ঠিত হবে। যেখানে বর্তমানে এ পরীক্ষা হয় ১০০ নম্বরে। নম্বর কমার পাশাপাশি প্রশ্ন বাছাইয়েও সুযোগ বাড়ানো হয়েছে।
আজ মঙ্গলবার বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার স্বাক্ষরিত জরুরি বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।
এতে বলা হয়, এবারের আইসিটি পরীক্ষা ৭৫ নম্বরে অনুষ্ঠিত হবে। এর মধ্যে ২৫ নম্বর ব্যবহারিক এবং ৫০ নম্বর তত্ত্বীয়। তত্ত্বীয় ৫০ নম্বরের মধ্যে ২০ নম্বর এমসিকিউ থাকবে। ২৫টি এমসিকিউ প্রশ্নের মধ্যে ২০টির উত্তর দিতে হবে। এ ছাড়াও বড় প্রশ্নের ক্ষেত্রে ৮টি প্রশ্নের মধ্যে তিনটির উত্তর দিতে হবে। যার নম্বর হবে ৩০।
এর আগে আজ বিকেলে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২৩ সুষ্ঠু, নকলমুক্ত ও ইতিবাচক পরিবেশে সম্পন্নের লক্ষ্যে গঠিত জাতীয় মনিটরিং ও আইনশৃঙ্খলা কমিটির সভায় এ নিয়ে কথা বলেন শিক্ষামন্ত্রী।
উচ্চমাধ্যমিকের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ের বই আগামী বছর পরিমার্জন করা হবে বলে জানান শিক্ষামন্ত্রী দীপু মনি।
তিনি বলেন, ‘আইসিটি বিষয়ের বই আগামী বছর পরিমার্জন করা হবে। কারণ আমাদের মনে হয়েছে মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের জন্য বইটি কিছুটা কঠিন। আর এবার শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করে ৭৫ নম্বরে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।’
উল্লেখ্য, আগামী ১৭ আগস্ট থেকেই এইচএসসি পরীক্ষা শুরু হচ্ছে। এ বছর পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ে এইচএসসি পরীক্ষা হবে।
চলতি বছরের এইচএসসি পরীক্ষায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) পরীক্ষা ৭৫ নম্বরে অনুষ্ঠিত হবে। যেখানে বর্তমানে এ পরীক্ষা হয় ১০০ নম্বরে। নম্বর কমার পাশাপাশি প্রশ্ন বাছাইয়েও সুযোগ বাড়ানো হয়েছে।
আজ মঙ্গলবার বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার স্বাক্ষরিত জরুরি বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।
এতে বলা হয়, এবারের আইসিটি পরীক্ষা ৭৫ নম্বরে অনুষ্ঠিত হবে। এর মধ্যে ২৫ নম্বর ব্যবহারিক এবং ৫০ নম্বর তত্ত্বীয়। তত্ত্বীয় ৫০ নম্বরের মধ্যে ২০ নম্বর এমসিকিউ থাকবে। ২৫টি এমসিকিউ প্রশ্নের মধ্যে ২০টির উত্তর দিতে হবে। এ ছাড়াও বড় প্রশ্নের ক্ষেত্রে ৮টি প্রশ্নের মধ্যে তিনটির উত্তর দিতে হবে। যার নম্বর হবে ৩০।
এর আগে আজ বিকেলে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২৩ সুষ্ঠু, নকলমুক্ত ও ইতিবাচক পরিবেশে সম্পন্নের লক্ষ্যে গঠিত জাতীয় মনিটরিং ও আইনশৃঙ্খলা কমিটির সভায় এ নিয়ে কথা বলেন শিক্ষামন্ত্রী।
উচ্চমাধ্যমিকের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ের বই আগামী বছর পরিমার্জন করা হবে বলে জানান শিক্ষামন্ত্রী দীপু মনি।
তিনি বলেন, ‘আইসিটি বিষয়ের বই আগামী বছর পরিমার্জন করা হবে। কারণ আমাদের মনে হয়েছে মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের জন্য বইটি কিছুটা কঠিন। আর এবার শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করে ৭৫ নম্বরে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।’
উল্লেখ্য, আগামী ১৭ আগস্ট থেকেই এইচএসসি পরীক্ষা শুরু হচ্ছে। এ বছর পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ে এইচএসসি পরীক্ষা হবে।
২০২৪-২৫ শিক্ষাবর্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) স্নাতক সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার চূড়ান্ত তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ৯ ফেব্রুয়ারি শুরু হয়ে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এ পরীক্ষা।
১৩ ঘণ্টা আগে২০২৪-২৫ শিক্ষাবর্ষে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শনিবার (১ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে।
১৪ ঘণ্টা আগেযুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া ও আয়ারল্যান্ডের বিভিন্ন খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা অর্জনের সরাসরি সুযোগ তৈরির লক্ষ্যে ‘ইউসিবিডি ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ইয়ার (ইউআইএফওয়াই)’ শীর্ষক একটি প্রোগ্রাম...
২ দিন আগেমাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স (সিপিএস) বিভাগের ৫ শিক্ষক একসঙ্গে অধ্যাপক হয়েছেন।
২ দিন আগে