মারুফা মাহজাবীন মম
ইংল্যান্ডের সেরা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর একটি ইউনিভার্সিটি অব শেফিল্ড। বিশ্বের শীর্ষ ৫০টি বিশ্ববিদ্যালয়ের তালিকায় রয়েছে এ প্রতিষ্ঠানের নাম। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়টি আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ইন্টারন্যাশনাল আন্ডার গ্র্যাজুয়েট ও পোস্টগ্র্যাজুয়েট মেরিট স্কলারশিপ প্রোগ্রামের আওতায় ২০০টি বৃত্তির সুযোগ দিচ্ছে। বাংলাদেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।
প্রোগ্রাম ও বৃত্তির সংখ্যা
শিক্ষার্থীদের এ বৃত্তির আওতায় স্নাতক ও স্নাতকোত্তর প্রোগ্রামে পড়াশোনার সুযোগ দেওয়া হবে। আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য মেরিট স্কলারশিপ প্রোগ্রামের আওতায় রয়েছে ২০০টি বৃত্তির সুযোগ। এর মধ্যে স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য ৭৫টি ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের জন্য ১২৫টি।
বৃত্তির পরিমাণ
এ বৃত্তির আওতায় স্নাতকে ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীরা পাবেন ১০ হাজার পাউন্ড বা ১৩ লাখ ৮৪ হাজার টাকা এবং স্নাতকোত্তরে ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীরা পাবেন ৫ হাজার পাউন্ড বা ৬ লাখ ৯২ হাজার টাকা। বৃত্তির এ অর্থ টিউশন ফি কমিশন বা ডিসকাউন্ট হিসেবে প্রয়োগ করা হবে। নির্বাচিত কোর্স অনুযায়ী বৃত্তির সময়কাল নির্ধারিত হবে।
আবেদনের সময়সীমা
স্প্রিংয়ে শুরু হতে যাওয়া স্নাতক প্রোগ্রামে আবেদনের শেষ সময় ২২ এপ্রিল যুক্তরাজ্যের সময় অনুযায়ী বেলা ১টা পর্যন্ত। ফলাফল ঘোষণা করা হবে ১৫ মে। স্নাতক প্রোগ্রামে সেপ্টেম্বরে আবেদন শুরু হয়ে, চলবে ১৩ মে পর্যন্ত। ফল ঘোষণা করা হবে ১০ জুন। নির্দিষ্ট সময়ের মধ্যে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তা নিশ্চিত করতে হবে।
প্রয়োজনীয় যোগ্যতা
স্নাতকের জন্য—
■ ২০২৪ সালের স্প্রিংয়ে শুরু হওয়া স্নাতক প্রোগ্রামে ভর্তির সুযোগ অর্জন করতে হবে।
■ মেডিসিন (A100/A101) এবং ডেন্টিস্ট্রি (A200) ছাড়া সব কোর্সের জন্য বৃত্তি প্রযোজ্য।
স্নাতকোত্তরের জন্য—
■ ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে শুরু হওয়া স্নাতকোত্তর প্রোগ্রামে ভর্তির সুযোগ অর্জন করতে হবে।
স্নাতক ও স্নাতকোত্তর উভয় ক্ষেত্রে নিজের ব্যয় এবং টিউশন ফি প্রদানের সক্ষমতা থাকতে হবে।
আবেদনের প্রক্রিয়া
বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও বৃত্তি পেতে আবেদন সম্পর্কে বিস্তারিত জানা যাবে (স্নাতক) এবং (স্নাতকোত্তর) এই ওয়েবসাইটে।
সূত্র: ইউনিভার্সিটি অব শেফিল্ডের ওয়েবসাইট
ইংল্যান্ডের সেরা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর একটি ইউনিভার্সিটি অব শেফিল্ড। বিশ্বের শীর্ষ ৫০টি বিশ্ববিদ্যালয়ের তালিকায় রয়েছে এ প্রতিষ্ঠানের নাম। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়টি আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ইন্টারন্যাশনাল আন্ডার গ্র্যাজুয়েট ও পোস্টগ্র্যাজুয়েট মেরিট স্কলারশিপ প্রোগ্রামের আওতায় ২০০টি বৃত্তির সুযোগ দিচ্ছে। বাংলাদেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।
প্রোগ্রাম ও বৃত্তির সংখ্যা
শিক্ষার্থীদের এ বৃত্তির আওতায় স্নাতক ও স্নাতকোত্তর প্রোগ্রামে পড়াশোনার সুযোগ দেওয়া হবে। আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য মেরিট স্কলারশিপ প্রোগ্রামের আওতায় রয়েছে ২০০টি বৃত্তির সুযোগ। এর মধ্যে স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য ৭৫টি ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের জন্য ১২৫টি।
বৃত্তির পরিমাণ
এ বৃত্তির আওতায় স্নাতকে ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীরা পাবেন ১০ হাজার পাউন্ড বা ১৩ লাখ ৮৪ হাজার টাকা এবং স্নাতকোত্তরে ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীরা পাবেন ৫ হাজার পাউন্ড বা ৬ লাখ ৯২ হাজার টাকা। বৃত্তির এ অর্থ টিউশন ফি কমিশন বা ডিসকাউন্ট হিসেবে প্রয়োগ করা হবে। নির্বাচিত কোর্স অনুযায়ী বৃত্তির সময়কাল নির্ধারিত হবে।
আবেদনের সময়সীমা
স্প্রিংয়ে শুরু হতে যাওয়া স্নাতক প্রোগ্রামে আবেদনের শেষ সময় ২২ এপ্রিল যুক্তরাজ্যের সময় অনুযায়ী বেলা ১টা পর্যন্ত। ফলাফল ঘোষণা করা হবে ১৫ মে। স্নাতক প্রোগ্রামে সেপ্টেম্বরে আবেদন শুরু হয়ে, চলবে ১৩ মে পর্যন্ত। ফল ঘোষণা করা হবে ১০ জুন। নির্দিষ্ট সময়ের মধ্যে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তা নিশ্চিত করতে হবে।
প্রয়োজনীয় যোগ্যতা
স্নাতকের জন্য—
■ ২০২৪ সালের স্প্রিংয়ে শুরু হওয়া স্নাতক প্রোগ্রামে ভর্তির সুযোগ অর্জন করতে হবে।
■ মেডিসিন (A100/A101) এবং ডেন্টিস্ট্রি (A200) ছাড়া সব কোর্সের জন্য বৃত্তি প্রযোজ্য।
স্নাতকোত্তরের জন্য—
■ ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে শুরু হওয়া স্নাতকোত্তর প্রোগ্রামে ভর্তির সুযোগ অর্জন করতে হবে।
স্নাতক ও স্নাতকোত্তর উভয় ক্ষেত্রে নিজের ব্যয় এবং টিউশন ফি প্রদানের সক্ষমতা থাকতে হবে।
আবেদনের প্রক্রিয়া
বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও বৃত্তি পেতে আবেদন সম্পর্কে বিস্তারিত জানা যাবে (স্নাতক) এবং (স্নাতকোত্তর) এই ওয়েবসাইটে।
সূত্র: ইউনিভার্সিটি অব শেফিল্ডের ওয়েবসাইট
নারী নির্যাতন ও নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ সমাবেশ করেছেন ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) শিক্ষক ও শিক্ষার্থীরা।
৯ ঘণ্টা আগেসিজিপিএ স্বপ্নের পথে বাধা হয়ে দাঁড়ায়—এমন ধারণা অনেকেরই। তবে অধ্যবসায়, একাগ্রতা আর সঠিক পরিকল্পনা থাকলে এই সীমাবদ্ধতাও জয় করা সম্ভব। তারই উদাহরণ ববির সুব্রত। বরিশাল বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে স্নাতক শেষ করেন তিনি, যেখানে তাঁর সিজিপিএ ছিল ২.৯৮।
২০ ঘণ্টা আগেলিসেনিংয়ের রেকর্ডিংয়ে (ধারা বর্ণনায়) সাইন পোস্ট ল্যাঙ্গুয়েজের বহুবিধ ব্যবহার রয়েছে। এই সাইন পোস্ট শব্দগুলো (ফ্রেজ) অনেক কিছু বলে দেয়...
২০ ঘণ্টা আগেজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০তম উপাচার্য হিসেবে দায়িত্ব নিয়েছেন ড. মোহাম্মদ কামরুল আহসান। তিনি বিশ্ববিদ্যালয়টির দর্শন বিভাগের অধ্যাপক ছিলেন। উপাচার্য পদে দায়িত্ব গ্রহণ এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক বিষয় নিয়ে তিনি আজকের পত্রিকার সঙ্গে কথা বলেছেন...
২০ ঘণ্টা আগে