Ajker Patrika

১৫ দিনে দাসপাড়া গ্রামের ২০ বাড়িতে চুরি

প্রতিনিধি, মাধবপুর (হবিগঞ্জ)
১৫ দিনে দাসপাড়া গ্রামের ২০ বাড়িতে চুরি

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের দাসপাড়া গ্রামে গত ১৫ দিনে অন্তত ২০ বাড়িতে চুরি হয়েছে। মঙ্গলবার সকালে চুরির মালসহ বাছির মিয়া (২০) নামের এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। 

বাছির মিয়া স্বীকারোক্তিতে সেলিম মিয়া (৩৫) নামের আরেক যুবককে আটক করে পুলিশ। দুজনই দাসপাড়া গ্রামের বাসিন্দা। বাছির মিয়া মৃত আব্দুল হামিদের ছেলে এবং সেলিম মিয়া গুনু মিয়ার ছেলে। 

ছাতিয়াইন ইউনিয়ন পরিষদের সদস্য ও দাসপাড়া গ্রামের বাসিন্দা মোহাম্মদ আলী আজকের পত্রিকাকে বলেন গত ১৫ দিনে অন্তত ২০ বাড়িতে চুরি হয়েছে। চুরির ঘটনা অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের নির্ঘুম রাত কাটে। 

গ্রামের কয়েকজন বাসিন্দা জানান, মঙ্গলবার ভোর রাতে দাসপাড়া গ্রামের নূরুল ইসলামের ঘরের সিধ কেটে একটি বাইসাইকেল, রফিক মিয়ার ঘর থেকে দুইটি মোবাইল, রোকিয়া খাতুনের ঘর থেকে ৪২ হাজার টাকা ও একটি মোবাইল এবং রহিম মিয়ার ঘর থেকে মোবাইল নিয়ে যায়। 

এর আগের রাতে চুরি হয়েছে আল আমিন মিস্ত্রির বাড়ি। তার বাড়ি থেকে মুঠোফোন ও জমির কাগজপত্র নিয়ে গেছে। চুরি হয়েছে বাছির মিয়ার বাড়ি, ইদ্রিস মিয়ার বাড়িতেও।

দাসপাড়া গ্রামের আল আমিন জানান, তাঁর বাড়িতে চুরির আগের রাতে মোহাম্মদ আলীর ঘর থেকে বাইসাইকেল, শিশু মিয়ার ঘর থেকে মোবাইল নিয়ে গেছে চোরেরা। এর কয়েক দিন আগে চুরি হয়েছে হাফেজ সেবু মিয়ার ঘরে; নিয়ে গেছে মোবাইলসহ টাকা পয়সা।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন প্রতিদিন ঘুম থেকে উঠেই চুরির খবর শুনতে পাই। চুরির হওয়া একটি টেলিভিশন সোমবার একটি খালের পাড় থেকে উদ্ধার করেছে স্থানীয়রা।

নাম প্রকাশ অনিচ্ছুক পুলিশের একজন কর্মকর্তা বলেন এদের বিরুদ্ধে কেউ মামলা দায়ের করেনি। তাই পুলিশ এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছে না। তবে মুজাহিদ মিয়া নামের একজন বলেন, থানায় একটি জিডি করা হয়েছে। 

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন পুলিশের হাতে বেশ কয়েকজন দুর্বৃত্তের নাম এসেছে। তাঁদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রেখেছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এনবিআর বিলুপ্তির জেরে প্রায় অচল দেশের রাজস্ব কর্মকাণ্ড

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রশ্নে যে প্রতিক্রিয়া জানাল যুক্তরাষ্ট্র

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত