প্রতিনিধি, মাধবপুর (হবিগঞ্জ)
হবিগঞ্জের মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের দাসপাড়া গ্রামে গত ১৫ দিনে অন্তত ২০ বাড়িতে চুরি হয়েছে। মঙ্গলবার সকালে চুরির মালসহ বাছির মিয়া (২০) নামের এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।
বাছির মিয়া স্বীকারোক্তিতে সেলিম মিয়া (৩৫) নামের আরেক যুবককে আটক করে পুলিশ। দুজনই দাসপাড়া গ্রামের বাসিন্দা। বাছির মিয়া মৃত আব্দুল হামিদের ছেলে এবং সেলিম মিয়া গুনু মিয়ার ছেলে।
ছাতিয়াইন ইউনিয়ন পরিষদের সদস্য ও দাসপাড়া গ্রামের বাসিন্দা মোহাম্মদ আলী আজকের পত্রিকাকে বলেন গত ১৫ দিনে অন্তত ২০ বাড়িতে চুরি হয়েছে। চুরির ঘটনা অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের নির্ঘুম রাত কাটে।
গ্রামের কয়েকজন বাসিন্দা জানান, মঙ্গলবার ভোর রাতে দাসপাড়া গ্রামের নূরুল ইসলামের ঘরের সিধ কেটে একটি বাইসাইকেল, রফিক মিয়ার ঘর থেকে দুইটি মোবাইল, রোকিয়া খাতুনের ঘর থেকে ৪২ হাজার টাকা ও একটি মোবাইল এবং রহিম মিয়ার ঘর থেকে মোবাইল নিয়ে যায়।
এর আগের রাতে চুরি হয়েছে আল আমিন মিস্ত্রির বাড়ি। তার বাড়ি থেকে মুঠোফোন ও জমির কাগজপত্র নিয়ে গেছে। চুরি হয়েছে বাছির মিয়ার বাড়ি, ইদ্রিস মিয়ার বাড়িতেও।
দাসপাড়া গ্রামের আল আমিন জানান, তাঁর বাড়িতে চুরির আগের রাতে মোহাম্মদ আলীর ঘর থেকে বাইসাইকেল, শিশু মিয়ার ঘর থেকে মোবাইল নিয়ে গেছে চোরেরা। এর কয়েক দিন আগে চুরি হয়েছে হাফেজ সেবু মিয়ার ঘরে; নিয়ে গেছে মোবাইলসহ টাকা পয়সা।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন প্রতিদিন ঘুম থেকে উঠেই চুরির খবর শুনতে পাই। চুরির হওয়া একটি টেলিভিশন সোমবার একটি খালের পাড় থেকে উদ্ধার করেছে স্থানীয়রা।
নাম প্রকাশ অনিচ্ছুক পুলিশের একজন কর্মকর্তা বলেন এদের বিরুদ্ধে কেউ মামলা দায়ের করেনি। তাই পুলিশ এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছে না। তবে মুজাহিদ মিয়া নামের একজন বলেন, থানায় একটি জিডি করা হয়েছে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন পুলিশের হাতে বেশ কয়েকজন দুর্বৃত্তের নাম এসেছে। তাঁদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রেখেছে।
হবিগঞ্জের মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের দাসপাড়া গ্রামে গত ১৫ দিনে অন্তত ২০ বাড়িতে চুরি হয়েছে। মঙ্গলবার সকালে চুরির মালসহ বাছির মিয়া (২০) নামের এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।
বাছির মিয়া স্বীকারোক্তিতে সেলিম মিয়া (৩৫) নামের আরেক যুবককে আটক করে পুলিশ। দুজনই দাসপাড়া গ্রামের বাসিন্দা। বাছির মিয়া মৃত আব্দুল হামিদের ছেলে এবং সেলিম মিয়া গুনু মিয়ার ছেলে।
ছাতিয়াইন ইউনিয়ন পরিষদের সদস্য ও দাসপাড়া গ্রামের বাসিন্দা মোহাম্মদ আলী আজকের পত্রিকাকে বলেন গত ১৫ দিনে অন্তত ২০ বাড়িতে চুরি হয়েছে। চুরির ঘটনা অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের নির্ঘুম রাত কাটে।
গ্রামের কয়েকজন বাসিন্দা জানান, মঙ্গলবার ভোর রাতে দাসপাড়া গ্রামের নূরুল ইসলামের ঘরের সিধ কেটে একটি বাইসাইকেল, রফিক মিয়ার ঘর থেকে দুইটি মোবাইল, রোকিয়া খাতুনের ঘর থেকে ৪২ হাজার টাকা ও একটি মোবাইল এবং রহিম মিয়ার ঘর থেকে মোবাইল নিয়ে যায়।
এর আগের রাতে চুরি হয়েছে আল আমিন মিস্ত্রির বাড়ি। তার বাড়ি থেকে মুঠোফোন ও জমির কাগজপত্র নিয়ে গেছে। চুরি হয়েছে বাছির মিয়ার বাড়ি, ইদ্রিস মিয়ার বাড়িতেও।
দাসপাড়া গ্রামের আল আমিন জানান, তাঁর বাড়িতে চুরির আগের রাতে মোহাম্মদ আলীর ঘর থেকে বাইসাইকেল, শিশু মিয়ার ঘর থেকে মোবাইল নিয়ে গেছে চোরেরা। এর কয়েক দিন আগে চুরি হয়েছে হাফেজ সেবু মিয়ার ঘরে; নিয়ে গেছে মোবাইলসহ টাকা পয়সা।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন প্রতিদিন ঘুম থেকে উঠেই চুরির খবর শুনতে পাই। চুরির হওয়া একটি টেলিভিশন সোমবার একটি খালের পাড় থেকে উদ্ধার করেছে স্থানীয়রা।
নাম প্রকাশ অনিচ্ছুক পুলিশের একজন কর্মকর্তা বলেন এদের বিরুদ্ধে কেউ মামলা দায়ের করেনি। তাই পুলিশ এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছে না। তবে মুজাহিদ মিয়া নামের একজন বলেন, থানায় একটি জিডি করা হয়েছে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন পুলিশের হাতে বেশ কয়েকজন দুর্বৃত্তের নাম এসেছে। তাঁদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রেখেছে।
সারা দেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে ১ হাজার ৬৬৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি ৯৭২ জন ও অন্যান্য ঘটনায় গ্রেপ্তার হয়েছেন ৬৯৩ জন। আজ সোমবার পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।
৩ দিন আগেরাজধানীর মিরপুরে ছিনতাইয়ের ঘটনায় ইমরান খান সাকিব ওরফে শাকিল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা-পুলিশ। ডিএমপি জানায়, শাকিল পেশাদার ছিনতাইকারী। গতকাল শুক্রবার সকাল ৬টা ১৫ মিনিটের দিকে গাজীপুরের পুবাইল থানার কুদাব পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়...
১৮ এপ্রিল ২০২৫রাজধানীর খিলগাঁওয়ের তালতলায় ‘আপন কফি হাউসে’ তরুণীকে মারধরের ঘটনায় কফি হাউসের ব্যবস্থাপক (ম্যানেজার) আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধরকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান এ আদেশ দেন।
১৫ এপ্রিল ২০২৫ক্যামেরার লেন্সে ধরা পড়ল অমানবিক দৃশ্য— মেয়েটিকে বেশ কিছুক্ষণ ধমকানো হলো। এরপর ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়। সে যেন মানুষ নয়, পথের ধুলো। এর মধ্যেই এক কর্মচারী হঠাৎ মোটা লাঠি নিয়ে আঘাত করে তাঁর ছোট্ট পায়ে। শিশুটি কাতরাতে কাতরাতে পাশের দুটি গাড়ির ফাঁকে আশ্রয় নেয়। কিন্তু নির্যাতন থামে না, সেই লাঠি আব
১৪ এপ্রিল ২০২৫