Ajker Patrika

চুরি করতে গিয়ে হার্ট অ্যাটাকে মৃত্যু 

সিলেট প্রতিনিধি
চুরি করতে গিয়ে হার্ট অ্যাটাকে মৃত্যু 

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় গরু চুরি করতে গিয়ে এক ব্যক্তির হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে বলে জানা গেছে। গতকাল শনিবার সকালে দক্ষিণ সুরমা উপজেলার পুরান তেতলী এলাকার ধরাধর গ্রামের একটি বাড়ি থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

নিহত ওই ব্যাক্তির নাম বাচ্চু মিয়া (৩১)। তিনি মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ডেঙ্গারবন গ্রামের ছুরত আলীর ছেলে। 

জানা যায়, তিনি দক্ষিণ সুরমার খোজারখলাস্থ এরশাদ মিয়ার কলোনিতে ভাড়া থাকতেন। সিলেটে তাঁর বিরুদ্ধে চুরি ও ডাকাতির একাধিক মামলা রয়েছে। তিনি একটি ডাকাতি মামলায় কারাগারে ছিলেন। ৪ মাস আগে ছাড়া পেয়েছেন। ছাড়া পেয়েই ফের জড়িয়ে পড়েছেন চুরিকাণ্ডে। 

পুলিশ ও স্থানীয়রা বলছে, শুক্রবার গভীর রাতে ধরাধরপুর গ্রামে একটি বাড়ির গরু ঘরে চোরেরা হানা দেয়। বাচ্চু মিয়া ও তাঁর সঙ্গীরা ঘরের বাইরের তালা ভেঙে ফেললেও ভেতর দিয়ে তালাবন্ধ থাকায় ঘরে প্রবেশ করতে পারেনি। পরে এ বাড়িতে ব্যর্থ হয়ে পাশের বাড়িতে চুরি করতে যায় তাঁরা। এ সময় কুকুরের ডাকে বাড়ির লোকজন জেগে যান। পরে গোয়ালঘরে তাঁরা কিছু মানুষের কথোপকথন শুনতে পান। এ সময় তাঁরা প্রতিবেশীদের মোবাইলে কল দিলে তারা ছুটে আসেন। প্রতিবেশীরা এসে বাচ্চু মিয়াকে মাটিতে পড়ে থাকতে দেখেন। তাঁরা স্থানীয় চেয়ারম্যান ও ইউপি সদস্যকে খবর দেন। এরপরে থানায় খবর দেওয়া হলে পুলিশ আসার আগেই বাচ্চু মারা যান। শনিবার সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ। 

এ বিষয়ে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম তালুকদার বলেন, ‘বাচ্চু মিয়া একজন চিহ্নিত চোর ছিলেন। মোগলাবাজার থানায় তাঁর নামে ডাকাতির মামলাও রয়েছে। ওই মামলায় ৪ বছর আগে তাঁকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছিল। চার মাস আগে ছাড়া পেয়ে তিনি আবারও ডাকাতিতে জড়িয়ে পড়েন। তাঁর পরিবারের সদস্যরা জানিয়েছেন বাচ্চু মিয়া কারাগারে থাকাকালে আরও দুইবার হৃদ্‌রোগে আক্রান্ত হয়েছেন।’

এ ব্যাপারে ওসি কামরুল ইসলাম বলেন, ‘মরদেহ ওসমানী হাসপাতালের মর্গে রয়েছে। ময়নাতদন্ত শেষে তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের বিপক্ষে সেমির আগেই ধাক্কা খেল অস্ট্রেলিয়া

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

চট্টগ্রামে হামলায় ‘নিরাপত্তাহীন’ পুলিশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত