Ajker Patrika

অবৈধ বালু উত্তোলন করায় ৫ জনের কারাদণ্ড

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
আপডেট : ১৮ অক্টোবর ২০২৩, ২১: ৫৪
অবৈধ বালু উত্তোলন করায় ৫ জনের কারাদণ্ড

রংপুরের গঙ্গাচড়ায় অবৈধভাবে বালু উত্তোলন করায় পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার উপজেলার আলমবিদিতর ইউনিয়নে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) নয়ন কুমার সাহা।

নয়ন কুমার সাহা জানান, লিখিত অভিযোগের ভিত্তিতে ওই ইউনিয়নের তালুক ভুবন ঈদগাহ মাঠসংলগ্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় অবৈধভাবে বালু উত্তোলন করায় সাফিয়ার রহমান, ফজলুল হক, নুর মোহম্মদ ও সাবু মিয়াকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

এ ছাড়া আলমবিদিতর ইউনিয়নের ডাংগীর মোড়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধভাবে বালু উত্তোলন করায় মহসিন কবিরকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও একটি ট্রলি জব্দ করে থানা হেফাজতে দেওয়া হয়েছে।

অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ভূমি কর্মকর্তা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত