প্রতিনিধি, চিরিরবন্দর (দিনাজপুর)
দিনাজপুরের চিরিরবন্দরে মা-ছেলেকে অপহরণ করে মুক্তিপণ চাওয়ায় রংপুর জোনের সিআইডির সহকারী পুলিশ সুপারসহ ৩ জনকে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সদর উপজেলার বাঁশেরহাট থেকে তাঁদের আটক করা হয়।
আটককৃতরা হলেন-রংপুর জোনের সিআইডির সহকারী পুলিশ সুপার মো. সারোয়ার কবির, সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. হাসিনুর রহমান ও কনস্টেবল আহসানুল হক।
জানা গেছে, চিরিরবন্দর থানার নান্দেড়াই গ্রামের বাসিন্দা লুৎফর রহমানের বিরুদ্ধে ওই তিন পুলিশ কর্মকর্তা ৫০ লাখ টাকার প্রতারণার মামলার আবেদন করেন। মামলার ভিত্তিতে গত সোমবার রাত সাড়ে ৯টায় তারা লুৎফরের বাড়ি যায় তাঁরা। লুৎফর রহমানকে না পেয়ে তাঁর স্ত্রী জহুরা ও ছেলে জাহাঙ্গীরকে মাইক্রোবাসে করে তুলে নিয়ে যান তাঁরা। পরে পরিবারের কাছে ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। টাকা না দিলে তাঁদের মেরে ফেলা হবে বলেও হুমকি দেওয়া হয়।
এ ঘটনায় পরিবার থানা-পুলিশের শরণাপন্ন হয় ভুক্তভোগী পরিবার। একপর্যায়ে গতকাল বিকেলে সাড়ে ৮ লাখ টাকা নিয়ে ভুক্তভোগী পরিবারকে চিরিরবন্দর উপজেলার রানীরবন্দর বাজারে আসতে বলা হয়। রানীরবন্দর বাজারে টাকা নিয়ে গেলে তাঁদের আবার কাহরোল থানার দশমাইল মোড়ে আসতে বলেন। দশমাইল গেলে ফের সদর উপজেলার বাঁশেরহাট যেতে বলা হয়। এরই মধ্যে দিনাজপুর জেলা পুলিশ ও সিআইডি দিনাজপুর যৌথভাবে ওই তিনজনকে বাঁশেরহাট থেকে আটক করেন।
তাঁদের আটক করে প্রথমে চিরিরবন্দর থানায় জিজ্ঞাসাবাদ করা হয়। পরে দিনাজপুর এসপির সঙ্গে আলোচনা করে এসপি অফিসে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তাঁরা দিনাজপুর পুলিশের হেফাজতে রয়েছেন।
চিরিরবন্দর থানার ওসি সুব্রত কুমার সরকার বলেন, আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। তদন্ত শেষে বিস্তারিত জানাব।
রংপুর জোনের সিআইডির ভারপ্রাপ্ত পুলিশ সুপার (এসপি) মো. আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক তিনজনের মধ্যে একজন এএসপি, একজন এএসআই এবং একজন কনস্টেবল রয়েছেন। তাঁদের মধ্যে এএসআই ও কনস্টেবল ২১ আগস্ট থেকে ১০ দিনের ছুটিতে ছিলেন।
পুলিশ সুপার আরও বলেন, সরকারি গাড়ি ব্যবহার না করে আমার অনুমতি ছাড়া ভাড়া করা একটি গাড়ি নিয়ে অপারেশনে যান তাঁরা। আটক করার পর আমাকে এ কথা জানানো হয়েছে। তাঁরা যে আমাদের স্টাফ তা আমি জানিয়েছি। এর বাইরে কিছু জানি না।
দিনাজপুরের চিরিরবন্দরে মা-ছেলেকে অপহরণ করে মুক্তিপণ চাওয়ায় রংপুর জোনের সিআইডির সহকারী পুলিশ সুপারসহ ৩ জনকে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সদর উপজেলার বাঁশেরহাট থেকে তাঁদের আটক করা হয়।
আটককৃতরা হলেন-রংপুর জোনের সিআইডির সহকারী পুলিশ সুপার মো. সারোয়ার কবির, সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. হাসিনুর রহমান ও কনস্টেবল আহসানুল হক।
জানা গেছে, চিরিরবন্দর থানার নান্দেড়াই গ্রামের বাসিন্দা লুৎফর রহমানের বিরুদ্ধে ওই তিন পুলিশ কর্মকর্তা ৫০ লাখ টাকার প্রতারণার মামলার আবেদন করেন। মামলার ভিত্তিতে গত সোমবার রাত সাড়ে ৯টায় তারা লুৎফরের বাড়ি যায় তাঁরা। লুৎফর রহমানকে না পেয়ে তাঁর স্ত্রী জহুরা ও ছেলে জাহাঙ্গীরকে মাইক্রোবাসে করে তুলে নিয়ে যান তাঁরা। পরে পরিবারের কাছে ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। টাকা না দিলে তাঁদের মেরে ফেলা হবে বলেও হুমকি দেওয়া হয়।
এ ঘটনায় পরিবার থানা-পুলিশের শরণাপন্ন হয় ভুক্তভোগী পরিবার। একপর্যায়ে গতকাল বিকেলে সাড়ে ৮ লাখ টাকা নিয়ে ভুক্তভোগী পরিবারকে চিরিরবন্দর উপজেলার রানীরবন্দর বাজারে আসতে বলা হয়। রানীরবন্দর বাজারে টাকা নিয়ে গেলে তাঁদের আবার কাহরোল থানার দশমাইল মোড়ে আসতে বলেন। দশমাইল গেলে ফের সদর উপজেলার বাঁশেরহাট যেতে বলা হয়। এরই মধ্যে দিনাজপুর জেলা পুলিশ ও সিআইডি দিনাজপুর যৌথভাবে ওই তিনজনকে বাঁশেরহাট থেকে আটক করেন।
তাঁদের আটক করে প্রথমে চিরিরবন্দর থানায় জিজ্ঞাসাবাদ করা হয়। পরে দিনাজপুর এসপির সঙ্গে আলোচনা করে এসপি অফিসে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তাঁরা দিনাজপুর পুলিশের হেফাজতে রয়েছেন।
চিরিরবন্দর থানার ওসি সুব্রত কুমার সরকার বলেন, আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। তদন্ত শেষে বিস্তারিত জানাব।
রংপুর জোনের সিআইডির ভারপ্রাপ্ত পুলিশ সুপার (এসপি) মো. আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক তিনজনের মধ্যে একজন এএসপি, একজন এএসআই এবং একজন কনস্টেবল রয়েছেন। তাঁদের মধ্যে এএসআই ও কনস্টেবল ২১ আগস্ট থেকে ১০ দিনের ছুটিতে ছিলেন।
পুলিশ সুপার আরও বলেন, সরকারি গাড়ি ব্যবহার না করে আমার অনুমতি ছাড়া ভাড়া করা একটি গাড়ি নিয়ে অপারেশনে যান তাঁরা। আটক করার পর আমাকে এ কথা জানানো হয়েছে। তাঁরা যে আমাদের স্টাফ তা আমি জানিয়েছি। এর বাইরে কিছু জানি না।
সাতক্ষীরার ওয়ারী গ্রামে ব্যবসায়ী স্বামীকে শ্বাসরোধে হত্যার পর বুকের ওপর ‘সরি জান, আই লাভ ইউ’ লিখে স্ত্রী আত্মহত্যা করেছেন। আজ শুক্রবার দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের ওয়ারিয়ার পালপাড়ায় একটি ভাড়া বাড়ি থেকে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করেছে।
৬ দিন আগেরাজধানীর উত্তরায় প্রকাশ্যে এক দম্পতিকে কুপিয়ে আহত করার ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার আরও ৩ ‘কিশোর গ্যাং’ সদস্যকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা রিমান্ডে নেওয়ার এ আদেশ দেন।
১৫ দিন আগেরাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নির্যাতনের শিকার কল্পনা (১৩) সাড়ে তিন মাস চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফিরছে। আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ঢাকা মেডিকেল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট থেকে তাঁকে ছাড়পত্র দেওয়া হয়।
০৬ ফেব্রুয়ারি ২০২৫গণহত্যার সংজ্ঞা ও বিচার নিয়ে বিশ্বব্যাপী স্বীকৃত সনদ হলো Genocide Convention বা গণহত্যা সনদ, যা ১৯৪৮ সালে জাতিসংঘ কর্তৃক গৃহীত হয়। এই সনদের আওতায় একটি জাতি, নৃগোষ্ঠী, বর্ণ বা ধর্মীয় গোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিক ধ্বংস করার লক্ষ্যে সংঘটিত অপরাধকেই গণহত্যা বলা হয়। এর মধ্যে হত্যা, শারীরিক বা মানসিক ক্ষতি,
০২ ফেব্রুয়ারি ২০২৫