Ajker Patrika

আখখেতে গাঁজা চাষ করায় চাষি গ্রেপ্তার

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
আপডেট : ২৫ এপ্রিল ২০২২, ১৭: ৪০
আখখেতে গাঁজা চাষ করায় চাষি গ্রেপ্তার

রংপুরের কাউনিয়ায় আখখেত থেকে সাড়ে ৩ কেজি ওজনের দুইটি গাঁজার গাছ এবং শুকনা ২০০ গ্রাম গাঁজাসহ আয়নাল হক (৬৫) নামে এক চাষিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার তাঁকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে রংপুর আদালতে পাঠানো হয়েছে। এর আগে গতকাল রোববার উপজেলার বালাপাড়া ইউনিয়নের হরিশ্বর গ্রামে নিজ বসতবাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার আয়নাল হক বালাপাড়া ইউনিয়নের হরিশ্বর গ্রামের মৃত হাতেম আলীর ছেলে। 

এ বিষয়ে কাউনিয়া থানার উপপরিদর্শক (এসআই) সাজু মিয়া বলেন, ‘আয়নাল হক বিক্রির উদ্দেশ্যে নেশাজাতীয় মাদকদ্রব্য মজুত করে রেখেছেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে হরিশ্বর গ্রামে গতকাল বেলা ৩টার দিকে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্যারের নির্দেশনায় সঙ্গীয়ও ফোর্সসহ আয়নাল হকের বসতবাড়িতে তল্লাশি চালায়। এ সময় পলিথিনে মোড়ানো ২০০ গ্রাম শুকনো গাঁজা উদ্ধার করা হয়। পরে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পর আয়নাল হকের দেওয়া তথ্যমতে, তাঁর আখখেতে রোপণ করা সাড়ে ৩ কেজি ওজনের দুইটি গাঁজার গাছ উদ্ধার করা হয়।’ 

এসআই আরও বলেন, ‘ঘটনার পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আয়নাল হককে অভিযুক্ত করে মামলা দায়ের করেছি।’ 

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমুর রহমান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আয়নাল হক স্বীকার করেছেন যে, তিনি পুলিশ এবং গ্রামের লোকজনের আড়ালে দীর্ঘদিন ধরে গাঁজা চাষ করছেন। 

ওসি আরও বলেন, আয়নাল হকের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা করা হয়। আজ তাঁকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইতিহাস দরজায় কড়া নেড়ে বলছে, ১৯৭১ থেকে পাকিস্তান কি শেখেনি কিছুই

‘আমাদের মরদেহ বাড়িতে নিয়ো না’

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের খামারবাড়ি অবরোধের ঘোষণা

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

যশোরে আত্মগোপনে থাকা আ.লীগের শীর্ষস্থানীয় নেতাদের বাড়িতে পুলিশের অভিযান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত