প্রতিনিধি
চিরিরবন্দর (দিনাজপুর): দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় জমি নিয়ে বিরোধের ছোট ভাই ইয়াকুব আলীকে (৪২) পিটিয়ে হত্যার পর মরদেহ গাছে ঝুলিয়ে রাখার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর থেকে বড় ভাই জাবেদ আলী পলাতক রয়েছেন।
আজ বুধবার সকাল ছয়টার দিকে চিরিরবন্দর উপজেলার ফতেজঙ্গপুর ইউনিয়নের ঠাকুরের হাট উত্তর পলাশবাড়ীর গ্রামের মাওলানা পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত ইয়াকুব আলী উপজেলার একই গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে।
নিহতের স্ত্রী আর্জিনা বেগমসহ স্থানীয়রা বলেন , তার ভাশুর জাবেদ আলীর সঙ্গে জমি ভাগাভাগির বিষয় নিয়ে দীর্ঘ দিন ধরে তাদের বিরোধ চলছে। এরই মধ্যে জাবেদ আলী ও তার জামাতা মিলে আমার স্বামী ইয়াকুব আলীকে কয়েকবার পিটিয়ে আহত করে। এ বিষয় নিয়ে আমরা থানায় মামলা করি। এরই জেরে মঙ্গলবার দিবাগত রাত ১১টার দিকে শ্যালকের বাড়ি থেকে নিজ বাড়িতে ফেরার সময় রাস্তায় ইয়াকুব আলীকে জাবেদ আলী ও তার জামাতাসহ আরও কয়েকজন মিলে আটক করে। পরে আমার স্বামীকে শ্বাসরুদ্ধ করে হত্যা করে তারা। তারপর তারই বাড়ির সামনে ছোট একটি আম গাছের সঙ্গে মরদেহ ঝুলিয়ে রাখে।
চিরিরবন্দর থানার ওসি সুব্রত কুমার সরকার মৃতদেহ উদ্ধারের সংবাদ নিশ্চিত করে বলেন, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক সুরতহাল তৈরি করেছে। রিপোর্ট দেখে মনে হচ্ছে তাকে শ্বাসরোধ করে মারা হয়েছে। মরদেহ উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।
চিরিরবন্দর (দিনাজপুর): দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় জমি নিয়ে বিরোধের ছোট ভাই ইয়াকুব আলীকে (৪২) পিটিয়ে হত্যার পর মরদেহ গাছে ঝুলিয়ে রাখার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর থেকে বড় ভাই জাবেদ আলী পলাতক রয়েছেন।
আজ বুধবার সকাল ছয়টার দিকে চিরিরবন্দর উপজেলার ফতেজঙ্গপুর ইউনিয়নের ঠাকুরের হাট উত্তর পলাশবাড়ীর গ্রামের মাওলানা পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত ইয়াকুব আলী উপজেলার একই গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে।
নিহতের স্ত্রী আর্জিনা বেগমসহ স্থানীয়রা বলেন , তার ভাশুর জাবেদ আলীর সঙ্গে জমি ভাগাভাগির বিষয় নিয়ে দীর্ঘ দিন ধরে তাদের বিরোধ চলছে। এরই মধ্যে জাবেদ আলী ও তার জামাতা মিলে আমার স্বামী ইয়াকুব আলীকে কয়েকবার পিটিয়ে আহত করে। এ বিষয় নিয়ে আমরা থানায় মামলা করি। এরই জেরে মঙ্গলবার দিবাগত রাত ১১টার দিকে শ্যালকের বাড়ি থেকে নিজ বাড়িতে ফেরার সময় রাস্তায় ইয়াকুব আলীকে জাবেদ আলী ও তার জামাতাসহ আরও কয়েকজন মিলে আটক করে। পরে আমার স্বামীকে শ্বাসরুদ্ধ করে হত্যা করে তারা। তারপর তারই বাড়ির সামনে ছোট একটি আম গাছের সঙ্গে মরদেহ ঝুলিয়ে রাখে।
চিরিরবন্দর থানার ওসি সুব্রত কুমার সরকার মৃতদেহ উদ্ধারের সংবাদ নিশ্চিত করে বলেন, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক সুরতহাল তৈরি করেছে। রিপোর্ট দেখে মনে হচ্ছে তাকে শ্বাসরোধ করে মারা হয়েছে। মরদেহ উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।
বৈবাহিক জীবনে টানাপোড়েন, তাতে যুক্ত হয় সন্দেহ। সেই সন্দেহই কাল হয়ে দাঁড়ায় তাসলিমা আক্তারের জীবনে। রাজধানীর কলাবাগানে স্বামীর দায়ের কোপে হয়েছেন খুন। হত্যার পর স্ত্রীর লাশ ডিপ ফ্রিজে লুকিয়ে রাখেন নজরুল ইসলাম।
৫ দিন আগেদেশের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলা নিষ্পত্তির আদেশের বিরুদ্ধে করা রিভিশন মামলার শুনানি শেষে ২০ অক্টোবর রায় ঘোষণার দিন ঠিক করেছেন আদালত। আজ সোমবার ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক রায়ের দিন নির্ধারণ করেন।
৭ দিন আগেযুক্তরাষ্ট্রের এক নাগরিকের সঙ্গে প্রতারণা, ভারতে সোনা চোরাচালান এবং ৬০০ কোটি টাকা পাচারের অভিযোগে ছয়জনের বিরুদ্ধে মামলা করেছে সিআইডি। গতকাল মঙ্গলবার রাজধানীর কোতোয়ালি থানায় এই মামলা করে।
১৯ দিন আগেঢাকার পল্লবীতে অভিনব কায়দায় প্রতারণার অভিযোগে একটি সংঘবদ্ধ চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। চাকরির লোভ দেখিয়ে ও ব্যবসায়িক অংশীদারির আশ্বাস দিয়ে কোরআন ছুঁয়ে শপথ করিয়ে কোটি টাকার বেশি হাতিয়ে নিত চক্রটি।
২১ দিন আগে