Ajker Patrika

ইটের আঘাতে ছোট ভাইকে হত্যার অভিযোগে মেজো ভাই গ্রেপ্তার

নওগাঁ প্রতিনিধি
আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৩, ১৬: ৫১
ইটের আঘাতে ছোট ভাইকে হত্যার অভিযোগে মেজো ভাই গ্রেপ্তার

নওগাঁর বদলগাছীতে ছোট ভাই সাজু হোসেনকে (২৭) ইটের আঘাতে হত্যার অভিযোগে মেজো ভাইকে গ্রেপ্তার করেছেন র‍্যাব-৫ সদস্যরা। আজ শনিবার ভোরে উপজেলার মথুরাপুর ইউনিয়নের দরিয়াপুর এলাকায় নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার ব্যক্তির নাম রাজু হোসেন (২৯)। তিনি দরিয়াপুর গ্রামের মৃত বেলাল হোসেনের মেজো ছেলে। তিনি নিহত সাজু হোসেনের আপন মেজো ভাই। 

আজ দুপুরে র‍্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান কোম্পানি কমান্ডার মেজর মো. শেখ সাদিক।

কোম্পানি কমান্ডার মেজর মো. শেখ সাদিক বলেন, ৬ ডিসেম্বর বিকেলে পারিবারিক কাজের সময় সাজু ও রাজুর মধ্যে মোটরসাইকেল কেনা নিয়ে তর্ক শুরু হয়। একপর্যায়ে মেজো ভাই রাজু ছোট ভাই সাজুকে উদ্দেশ্য করে ইট ছুড়লে ইটের আঘাতে সাজু আহত হন। পরে আশঙ্কাজনক অবস্থায় সাজুকে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে তিনি মারা যান। 
 
তিনি আরও বলেন, এ ঘটনায় বদলগাছী থানায় একটি হত্যা মামলা হয়। পরে র‍্যাবের গোয়েন্দা দল আসামি রাজুর গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে। আজ শনিবার ভোরে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

পরে আইনগত ব্যবস্থা নিতে আসামিকে বদলগাছী থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র‍্যাবের এই কর্মকর্তা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

সাতকানিয়ায় ডাকাত পড়েছে বলে মাইকে ঘোষণা দিয়ে মারধর, নিহত ২

ইউএনওর সামনেই ৪ জামায়াত নেতাকে পেটালেন বিএনপি নেতারা

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত