Ajker Patrika

প্রেমের সম্পর্কের জেরে অন্তঃসত্ত্বা কিশোরী, পিতৃপরিচয়ের দাবিতে মামলা 

নেত্রকোনা প্রতিনিধি
আপডেট : ১১ মার্চ ২০২৩, ১৯: ০৯
প্রেমের সম্পর্কের জেরে অন্তঃসত্ত্বা কিশোরী, পিতৃপরিচয়ের দাবিতে মামলা 

নেত্রকোনার মোহনগঞ্জে প্রেমের সম্পর্কের জেরে এক কিশোরী (১৪) চার মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক যুবকের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন ভুক্তভোগী কিশোরীর বাবা। পরে আদালত মোহনগঞ্জ থানাকে মামলা রেকর্ড করার নির্দেশ দিয়েছেন। 

আজ শনিবার মোহনগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. শফিকুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। 

অভিযুক্ত যুবকের নাম ইফাত (২০)। তিনি বারহাট্টা উপজেলার ইসলামপুর গ্রামের কাজল মিয়ার ছেলে। 

আদালতে দায়ের করা অভিযোগে বলা হয়, কাজের সূত্রে ইফাত মোহনগঞ্জ পৌর শহরে বসবাস করতেন। পাশাপাশি এলাকায় বসবাসের কারণে ওই কিশোরীর সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই সূত্রে বারহাট্টার ডিজনি শিশুপার্কে ঘুরতে গিয়ে সেখানে একটি কক্ষে ওই কিশোরীকে ধর্ষণ করেন ইফাত। পরেও তাকে বিভিন্ন জায়গায় একাধিকবার ধর্ষণ করে। একপর্যায়ে ওই কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। বিষয়টি জানাজানি হলে উভয় পক্ষের পরিবার বসে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা করা হয়। এতে ইফাতের পরিবারের পক্ষ থেকে বিয়ের আশ্বাস দিলেও গর্ভের সন্তান নষ্ট করার পরামর্শ দেওয়া হয়। কিন্তু এতে কিশোরীর পরিবারের লোকজন রাজি হয়নি।

পরে গত ২ জানুয়ারি এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর বাবা বাদী হয়ে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেন। আদালত মামলাটি আগামী ২৯ মার্চের মধ্যে রেকর্ডভুক্ত করতে মোহনগঞ্জ থানাকে নির্দেশ দেন। 

এ বিষয়ে মোহনগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. শফিকুজ্জামান বলেন, ‘২৯ মার্চের মধ্যে রেকর্ডভুক্ত করার নির্দেশনা আছে। যথাসময়েই মামলা রেকর্ডভুক্ত করা হবে। তবে আমরা আসামিকে গ্রেপ্তারেরও চেষ্টা চালাচ্ছি।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত