Ajker Patrika

শিক্ষককে জুতার মালা পরানোর ঘটনায় ওসির পর ফাঁড়ির ইনচার্জ প্রত্যাহার

নড়াইল প্রতিনিধি
শিক্ষককে জুতার মালা পরানোর ঘটনায় ওসির পর ফাঁড়ির ইনচার্জ প্রত্যাহার

নড়াইলে শিক্ষক স্বপন কুমার বিশ্বাসের গলায় জুতার মালা পরানোর ঘটনায় দায়িত্বে অবহেলার কারণে মির্জাপুর পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা এসআই মো. মোরসালিনকে প্রত্যাহার করা হয়েছে। 

আজ সোমবার বেলা ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন সদর থানার তদন্ত কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্ত ওসি মাহমুদুর রহমান। 

পুলিশ সূত্রে জানা যায়, এসআই মো. মোরসালিনকে মির্জাপুর পুলিশ ফাঁড়ি থেকে প্রত্যাহার করে নড়াইল পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। 

এর আগে এই ঘটনায় কর্তব্যে অবহেলার কারণে শনিবার রাতে (২ জুলাই) সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত কবীরকে প্রত্যাহার করা হয়। 

গত ১৮ জুন সহিংসতা এবং অধ্যক্ষকে জুতার মালা পরিয়ে লাঞ্ছিতের ঘটনা ঘটে। এ ঘটনার ১০ দিন পর ২৭ জুন বিকেলে পুলিশ বাদী হয়ে অজ্ঞাত ১৭০ থেকে ১৮০ জনের নামে মামলা দায়ের করেন। পরে গত সোমবার রাতে তিনজনকে গ্রেপ্তার করা হয়। বুধবার রাত ৯টার দিকে খুলনার বয়রা এলাকা থেকে মামলার অন্যতম প্রধান আসামি রহমতউল্লাহ বিশ্বাস রনিকে গ্রেপ্তার করে নড়াইল জেলা পুলিশের একটি টিম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আগামী ১১ দিন নৈরাজ্যের আশঙ্কা, ঠেকাতে এসপিদের এসবির চিঠি

টেলিগ্রামে সংগঠিত হচ্ছে আ.লীগ, হাসিনার সঙ্গে কথা বলতে টাকা নিচ্ছেন ওবায়দুল কাদের

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি বিজ্ঞপ্তি কাল, পরীক্ষা তিন ইউনিটে

ম্যানহোলে পড়ে নারী নিখোঁজ: ‘‎মব’ তৈরি করে হামলার চেষ্টা, উদ্ধার কার্যক্রম বন্ধ

বাংলাদেশসহ ৯৮ দেশে ভূমিকম্পের আগাম বার্তা অ্যান্ড্রয়েড ফোনে, সক্রিয় করবেন যেভাবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত