Ajker Patrika

হরিরামপুরে কীটনাশক পানে কৃষকের মৃত্যু

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২৩ এপ্রিল ২০২৩, ১৬: ৩১
Thumbnail image

মানিকগঞ্জের হরিরামপুরে কীটনাশক পানে সাহেব আলী (৪৫) নামের এক কৃষকের মৃত্যুর খবর পাওয়া গেছে।

গতকাল শনিবার বিকেলে উপজেলার বাল্লা ইউনিয়নের শরফদীনগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাহেব আলী ওই গ্রামের আঈয়ুব আলী আয়নালের ছেলে। 

নিহতের পরিবার জানান, উপজেলার বাল্লা ইউনিয়নের শরফদীনগর গ্রামে ধানখেতে কীটনাশক ছিটাচ্ছিলেন। এ সময় কীটনাশক পান করেন তিনি। পরে পরিবারের সদস্যরা মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে একটি বেসরকারি হাসপাতালে নিলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। 

নিহতের পরিবার আরও জানান, সাহেব আলীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পথেই মারা যান তিনি। পরে রাত ১২টার দিকে তাঁকে শরফদীনগর গ্রামের বাড়িতে নিয়ে আসেন। 

হরিরামপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার আদিত্য বলেন, সাহেব আলী দীর্ঘদিন ধরে পেটের ব্যথায় ভুগছিলেন। ব্যথা সহ্য করতে না পেরে কীটনাশক পানে আত্মহত্যা করতে পারেন বলে প্রাথমিক ধারণা করেছি। মরদেহ মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে অপমৃত্যু মামলাও দায়ের করা হয়েছে। আইনগত কার্যক্রম অব্যাহত রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত