পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর পাংশায় স্বামীর ভাড়াটে খুনি দিয়ে স্ত্রী হত্যার ঘটনায় আরও চার ভাড়াটে খুনিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় একটি একনলা বন্দুক জব্দ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার। গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তাররা হলেন—উপজেলার কলিমহর ইউনিয়নের নাওড়া বনগ্রামের মৃত শশধর বিশ্বাসের ছেলে তুষার বিশ্বাস (৪২), একই ইউনিয়নের নিভা গ্রামের ছাদেক আলী মন্ডলের ছেলে হারেজ আলী মন্ডল (৩৮), কামাল মন্ডলের ছেলে তুহিন মন্ডল (২০) ও চৌরাপাড়া গ্রামের মো. সুরোত আলী শেখের ছেলে সুজন (২৪)।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ৮ ফেব্রুয়ারি রাত ১১টার দিকে পাংশার পাট্টা ইউনিয়নের লিটন শেখের স্ত্রী রোজিনাকে তাঁর বাড়ি থেকে অস্ত্রের মুখে ভয় দেখিয়ে পাশের ওসমান মোল্লার বাঁশ বাগানে মধ্যে গলায় ওড়না দিয়ে ফাঁস ও মাথায় আঘাত করে হত্যা করে।
এ ঘটনায় এর আগে ২ জন আসামিকে গ্রেপ্তার করা হয়। পরে তদন্তের মাধ্যমে জানা গেছে রোজিনার স্বামী মো. লিটন শেখ সৌদিপ্রবাসী। স্ত্রীর সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে সাংসারিক ঝামেলার কারণে দেশে ভাড়াটে সন্ত্রাসীদের মাধ্যমে হত্যার পরিকল্পনা করে স্ত্রী রোজিনাকে হত্যা করায়।
গতকাল বুধবার রাতে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আরও চার আসামিকে গ্রেপ্তার ও হত্যার সঙ্গে সংশ্লিষ্ট ৩ ফুট আকারের একটি একনলা বন্দুক জব্দ করা হয়।
নিহত রোজিনা কালুখালী উপজেলার সাঁউরাইল ইউনিয়নের কুমড়ীরানী গ্রামের মো. আকবর খাঁর মেয়ে।
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার বলেন, ‘হত্যাকাণ্ডের পর নিহত রোজিনার বাবা আকবর খাঁ অজ্ঞাতনামা আসামি করে থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় আমরা অভিযান চালিয়ে তাদের অস্ত্রসহ গ্রেপ্তার করি। এখন পর্যন্ত ৬ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।’
রাজবাড়ীর পাংশায় স্বামীর ভাড়াটে খুনি দিয়ে স্ত্রী হত্যার ঘটনায় আরও চার ভাড়াটে খুনিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় একটি একনলা বন্দুক জব্দ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার। গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তাররা হলেন—উপজেলার কলিমহর ইউনিয়নের নাওড়া বনগ্রামের মৃত শশধর বিশ্বাসের ছেলে তুষার বিশ্বাস (৪২), একই ইউনিয়নের নিভা গ্রামের ছাদেক আলী মন্ডলের ছেলে হারেজ আলী মন্ডল (৩৮), কামাল মন্ডলের ছেলে তুহিন মন্ডল (২০) ও চৌরাপাড়া গ্রামের মো. সুরোত আলী শেখের ছেলে সুজন (২৪)।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ৮ ফেব্রুয়ারি রাত ১১টার দিকে পাংশার পাট্টা ইউনিয়নের লিটন শেখের স্ত্রী রোজিনাকে তাঁর বাড়ি থেকে অস্ত্রের মুখে ভয় দেখিয়ে পাশের ওসমান মোল্লার বাঁশ বাগানে মধ্যে গলায় ওড়না দিয়ে ফাঁস ও মাথায় আঘাত করে হত্যা করে।
এ ঘটনায় এর আগে ২ জন আসামিকে গ্রেপ্তার করা হয়। পরে তদন্তের মাধ্যমে জানা গেছে রোজিনার স্বামী মো. লিটন শেখ সৌদিপ্রবাসী। স্ত্রীর সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে সাংসারিক ঝামেলার কারণে দেশে ভাড়াটে সন্ত্রাসীদের মাধ্যমে হত্যার পরিকল্পনা করে স্ত্রী রোজিনাকে হত্যা করায়।
গতকাল বুধবার রাতে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আরও চার আসামিকে গ্রেপ্তার ও হত্যার সঙ্গে সংশ্লিষ্ট ৩ ফুট আকারের একটি একনলা বন্দুক জব্দ করা হয়।
নিহত রোজিনা কালুখালী উপজেলার সাঁউরাইল ইউনিয়নের কুমড়ীরানী গ্রামের মো. আকবর খাঁর মেয়ে।
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার বলেন, ‘হত্যাকাণ্ডের পর নিহত রোজিনার বাবা আকবর খাঁ অজ্ঞাতনামা আসামি করে থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় আমরা অভিযান চালিয়ে তাদের অস্ত্রসহ গ্রেপ্তার করি। এখন পর্যন্ত ৬ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।’
সারা দেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে ১ হাজার ৬৬৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি ৯৭২ জন ও অন্যান্য ঘটনায় গ্রেপ্তার হয়েছেন ৬৯৩ জন। আজ সোমবার পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।
২ দিন আগেরাজধানীর মিরপুরে ছিনতাইয়ের ঘটনায় ইমরান খান সাকিব ওরফে শাকিল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা-পুলিশ। ডিএমপি জানায়, শাকিল পেশাদার ছিনতাইকারী। গতকাল শুক্রবার সকাল ৬টা ১৫ মিনিটের দিকে গাজীপুরের পুবাইল থানার কুদাব পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়...
১৮ এপ্রিল ২০২৫রাজধানীর খিলগাঁওয়ের তালতলায় ‘আপন কফি হাউসে’ তরুণীকে মারধরের ঘটনায় কফি হাউসের ব্যবস্থাপক (ম্যানেজার) আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধরকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান এ আদেশ দেন।
১৫ এপ্রিল ২০২৫ক্যামেরার লেন্সে ধরা পড়ল অমানবিক দৃশ্য— মেয়েটিকে বেশ কিছুক্ষণ ধমকানো হলো। এরপর ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়। সে যেন মানুষ নয়, পথের ধুলো। এর মধ্যেই এক কর্মচারী হঠাৎ মোটা লাঠি নিয়ে আঘাত করে তাঁর ছোট্ট পায়ে। শিশুটি কাতরাতে কাতরাতে পাশের দুটি গাড়ির ফাঁকে আশ্রয় নেয়। কিন্তু নির্যাতন থামে না, সেই লাঠি আব
১৪ এপ্রিল ২০২৫