নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর শাহবাগ থানায় তুলে নিয়ে গিয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের তিন নেতাকে মারধরের ঘটনায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গঠন করা তদন্ত কমিটি আরও তিন দিন সময় চেয়েছে। এ নিয়ে তৃতীয়বারের মতো সময়ের আবেদন করল তদন্ত কমিটি।
আজ রোববার তদন্ত কমিটি ডিএমপি কমিশনার গোলাম ফারুকের কাছে সময় চেয়ে আবেদন করে। নাম প্রকাশে অনিচ্ছুক ডিএমপির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা আজকের পত্রিকাকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
ডিএমপির ওই কর্মকর্তা বলেন, ‘আজ তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ নির্ধারিত ছিল। তদন্ত শেষ না হওয়ায় তাঁরা পুনরায় তিন দিন সময় বাড়ানোর আবেদন করেছেন। ডিএমপি কমিশনার এখন বিষয়টি দেখবেন।’
গত ৯ সেপ্টেম্বর ওই ঘটনার পরদিন ১০ সেপ্টেম্বর একটি তদন্ত কমিটি গঠন করে ডিএমপি। তিন সদস্যের তদন্ত কমিটিকে দুই কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়। কিন্তু তারা পুনরায় পাঁচ দিন সময় বাড়ানোর আবেদন করে। তাদের আবেদন মঞ্জুর করে গত মঙ্গলবার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ নির্ধারণ করা হয়। কিন্তু কমিটি আরও সাত কার্যদিবস সময় চাইলে তিন কার্যদিবস সময় বাড়ানো হয়।
তদন্ত কমিটির সভাপতি ডিএমপির উপ-পুলিশ কমিশনার (অপারেশনস) মো. আবু ইউসুফ। সদস্যরা হলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (নিউমার্কেট জোন) শাহেন শাহ্ ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি-মতিঝিল) মো. রফিকুল ইসলাম।
গত ৯ সেপ্টেম্বর রাতে তুলে নিয়ে শাহবাগ থানায় কেন্দ্রীয় ছাত্রলীগের তিন নেতাকে নির্যাতন করার অভিযোগ ওঠে পুলিশের তৎকালীন রমনা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) হারুন–অর–রশীদের বিরুদ্ধে। আলোচিত এ ঘটনার পর এডিসি হারুনকে সাময়িক বরখাস্ত করে রংপুর রেঞ্জে সংযুক্ত করা হয়। এ ছাড়া শাহবাগ থানার পরিদর্শক (অপারেশনস) মোস্তফাকে বদলি করা হয়।
রাজধানীর শাহবাগ থানায় তুলে নিয়ে গিয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের তিন নেতাকে মারধরের ঘটনায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গঠন করা তদন্ত কমিটি আরও তিন দিন সময় চেয়েছে। এ নিয়ে তৃতীয়বারের মতো সময়ের আবেদন করল তদন্ত কমিটি।
আজ রোববার তদন্ত কমিটি ডিএমপি কমিশনার গোলাম ফারুকের কাছে সময় চেয়ে আবেদন করে। নাম প্রকাশে অনিচ্ছুক ডিএমপির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা আজকের পত্রিকাকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
ডিএমপির ওই কর্মকর্তা বলেন, ‘আজ তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ নির্ধারিত ছিল। তদন্ত শেষ না হওয়ায় তাঁরা পুনরায় তিন দিন সময় বাড়ানোর আবেদন করেছেন। ডিএমপি কমিশনার এখন বিষয়টি দেখবেন।’
গত ৯ সেপ্টেম্বর ওই ঘটনার পরদিন ১০ সেপ্টেম্বর একটি তদন্ত কমিটি গঠন করে ডিএমপি। তিন সদস্যের তদন্ত কমিটিকে দুই কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়। কিন্তু তারা পুনরায় পাঁচ দিন সময় বাড়ানোর আবেদন করে। তাদের আবেদন মঞ্জুর করে গত মঙ্গলবার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ নির্ধারণ করা হয়। কিন্তু কমিটি আরও সাত কার্যদিবস সময় চাইলে তিন কার্যদিবস সময় বাড়ানো হয়।
তদন্ত কমিটির সভাপতি ডিএমপির উপ-পুলিশ কমিশনার (অপারেশনস) মো. আবু ইউসুফ। সদস্যরা হলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (নিউমার্কেট জোন) শাহেন শাহ্ ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি-মতিঝিল) মো. রফিকুল ইসলাম।
গত ৯ সেপ্টেম্বর রাতে তুলে নিয়ে শাহবাগ থানায় কেন্দ্রীয় ছাত্রলীগের তিন নেতাকে নির্যাতন করার অভিযোগ ওঠে পুলিশের তৎকালীন রমনা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) হারুন–অর–রশীদের বিরুদ্ধে। আলোচিত এ ঘটনার পর এডিসি হারুনকে সাময়িক বরখাস্ত করে রংপুর রেঞ্জে সংযুক্ত করা হয়। এ ছাড়া শাহবাগ থানার পরিদর্শক (অপারেশনস) মোস্তফাকে বদলি করা হয়।
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নির্যাতনের শিকার কল্পনা (১৩) সাড়ে তিন মাস চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফিরছে। আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ঢাকা মেডিকেল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট থেকে তাঁকে ছাড়পত্র দেওয়া হয়।
১৩ ঘণ্টা আগেগণহত্যার সংজ্ঞা ও বিচার নিয়ে বিশ্বব্যাপী স্বীকৃত সনদ হলো Genocide Convention বা গণহত্যা সনদ, যা ১৯৪৮ সালে জাতিসংঘ কর্তৃক গৃহীত হয়। এই সনদের আওতায় একটি জাতি, নৃগোষ্ঠী, বর্ণ বা ধর্মীয় গোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিক ধ্বংস করার লক্ষ্যে সংঘটিত অপরাধকেই গণহত্যা বলা হয়। এর মধ্যে হত্যা, শারীরিক বা মানসিক ক্ষতি,
৪ দিন আগেচাঁদপুর-মুন্সিগঞ্জ নৌ সীমানার মোহনপুর এলাকায় মেঘনা নদীতে দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরও একজন। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মুন্সিগঞ্জ ও চাঁদপুর মতলব উত্তর মোহনপুরের চড় আব্দুল্লাহপুর নাছিরার চরে নদীতে এ ঘটনা ঘটে।
৭ দিন আগেরাজধানীর মোহাম্মদপুরে আবারও অস্ত্রের মুখে একটি পরিবারকে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার ভোররাতে মোহাম্মদপুরের বছিলাসংলগ্ন লাউতলা এলাকার ৮ নম্বর সড়কের ১০ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী তত্ত্বাবধায়ক নাসিমা বেগম মোহাম্মদপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
২৮ নভেম্বর ২০২৪