Ajker Patrika

স্বামীকে ডিভোর্স দিয়ে ফেরার পথে ধর্ষণের শিকার গৃহবধূ, গ্রেপ্তার ২

পলাশ (নরসিংদী) প্রতিনিধি
আপডেট : ০৭ মে ২০২২, ১৮: ৩১
স্বামীকে ডিভোর্স দিয়ে ফেরার পথে ধর্ষণের শিকার গৃহবধূ, গ্রেপ্তার ২

নরসিংদীর পলাশে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে উপজেলার গজারিয়া ইউনিয়নের নোয়াকান্দা গ্রাম থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গজারিয়া ইউনিয়নের ধনাইচর গ্রামের আমির হোসেনের ছেলে ফারুখ মিয়া (৪৮) ও উত্তর চন্দন গ্রামের মৃত ইউসুফ মিয়ার ছেলে দেলোয়ার হোসেন  (৪০)।

পুলিশ বলছে, ভুক্তভোগী ওই গৃহবধূর সঙ্গে তাঁর স্বামীর দীর্ঘদিনের মনোমালিন্য থাকায় শুক্রবার বিকেলে স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদের জন্য প্রতিবেশী ফারুখ মিয়া ও দেলোয়ার হোসেনকে নিয়ে কাজি অফিসে যান। স্বামীকে ডিভোর্স দিয়ে ফেরার পথে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে ফারুখ ও দেলোয়ার নোয়াকান্দা গ্রামের একটি কবরস্থানের পাশে নির্জন স্থানে নিয়ে ওই নারীকে ধর্ষণ করে পালিয়ে যান। পরে তিনি থানায় এসে অভিযোগ দায়ের করেন। 

এ ব্যাপারে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইলিয়াছ বলেন, ‘অভিযুক্তরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের কথা স্বীকার করেছেন। নির্যাতিত ওই গৃহবধূকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত