Ajker Patrika

শ্যালিকাকে ধর্ষণ ও ভিডিও ধারণের দায়ে ভগ্নিপতি গ্রেপ্তার

পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি
আপডেট : ০৯ জানুয়ারি ২০২৩, ১৮: ২৫
Thumbnail image

খাগড়াছড়ির পানছড়িতে শ্যালিকাকে (১৯) ধর্ষণ ও ঘটনার ভিডিও ধারণ করে প্রচারের দায়ে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তি ভুক্তভোগী নারীর ভগ্নিপতি। আজ সোমবার সকালে আসামি বায়েজিদ মিয়া ওরফে সাদ্দাম (২৫) গ্রেপ্তার করা হয়।

এর আগে এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেন ভুক্তভোগীর মা। পরে প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়ায় বায়েজিদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মামলা ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, অভিযুক্ত বায়েজিদ মিয়া ওরফে সাদ্দাম ২০২০ সালের জুলাই মাসে পারিবারিকভাবে ভুক্তভোগীর বোনকে বিয়ে করেন। গত নভেম্বর তাঁর স্ত্রী পুত্রসন্তান জন্ম দেন। স্ত্রী ও সন্তানের সেবা করার জন্য শাশুড়িকে বলে শ্যালিকাকে বাড়িতে নিয়ে আসেন। পরে বিভিন্ন সময়ে সাদ্দাম তাঁর শ্যালিকাকে দুধ ও পানীয়র সঙ্গে নেশা ও অচেতন করে শারীরিক সম্পর্ক করেন এবং ভিডিও ধারণ করে রাখেন। এসব ঘটনা লজ্জা ও ভয়ে গোপন রাখেন ভুক্তভোগী ওই তরুণী। 

গত ডিসেম্বর মাসে সাদ্দামের আচরণে সন্দেহজনক মনে হলে ছোট বোনকে বাড়িতে পাঠিয়ে দেন তাঁর স্ত্রী। ছোট বোনকে বাড়িতে পাঠানোয় স্ত্রীর সঙ্গে খারাপ আচরণ করে তাঁকে শ্বশুরবাড়ি পাঠিয়ে দেন সাদ্দাম। এরপর ৫ জানুয়ারি কিছু আপত্তিকর ছবি সাদ্দাম তাঁর খালা শাশুড়িকে পাঠালে বিষয়টি অবগত হয় ভুক্তভোগীর পরিবার। পরে ভুক্তভোগীর মা মেয়ের কাছে বিস্তারিত জেনে পারিবারিক আলোচনার পর পুলিশের সহায়তা চান।

পানছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনচারুল করিম গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বাদীর লিখিত অভিযোগ পেয়ে তাৎক্ষণিক আমলে নিয়ে আসামি সাদ্দামকে গ্রেপ্তার করি। অভিযোগের সত্যতা ও মোবাইল ফোনে ছবি থাকায় নারী ও শিশু নির্যাতন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।’

ওসি আরও বলেন, ‘আজ দুপুরে ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য ও গ্রেপ্তার ব্যক্তিতে খাগড়াছড়ি আদালতে পাঠানো হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত