Ajker Patrika

লংগদুতে নৌকা নিলামে আড়াই লাখ টাকা আয়     

প্রতিনিধি, লংগদু (রাঙামাটি) 
লংগদুতে নৌকা নিলামে আড়াই লাখ টাকা আয়     

কাপ্তাই হ্রদে ৩ মাস মাছ আহরণ ও বাজারজাতকরণ বিধিনিষেধ অমান্য করে অবৈধভাবে মাছ শিকার করায় রাঙামাটির লংগদু থেকে আটককৃত নৌকা ও জাল নিলামে দিয়েছে বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) রাঙামাটি। গতকাল বুধবার মৎস্য উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) এর লংগদু কার্যালয়ে এ নিলামের আয়োজন করা হয়। এ সময় ৮৬টি নৌকা; ২টি ইঞ্জিন চালিত নৌকা; ৭টি কেচকির জাল, ৮ বান্ডেল সুতার জাল ও ১টি ট্যাংরা জাল নিলামে দেওয়া হয়। 

মৎস্য উন্নয়ন করপোরেশন সূত্রে জানা যায়, কাপ্তাই হ্রদে মাছের বংশ প্রজনন ও উৎপাদন বৃদ্ধির জন্য রাঙামাটি পার্বত্য জেলা প্রশাসন প্রতিবছরের ন্যায় গত ১ মে থেকে ৩১ জুলাই পর্যন্ত তিন মাস কাপ্তাই হ্রদে সকল প্রকার মৎস্য শিকার, আহরণ, বাজারজাতকরণের ওপর নিষেধাজ্ঞা জারি করেন। সেই নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার করায় এসব জাল আটক করা হয়। 

উপজেলা বিএফডিসি'র কর্মকর্তা মো. আকবর হোসেন বলেন, মৎস্য শিকারের নির্ধারিত সময়ের মধ্যে এবার বৃষ্টিপাত কম হওয়ায় কাপ্তাই হ্রদে পরিপূর্ণ পানি হয়নি। তাই ১০ দিন করে দুই দফায় মোট ২০ দিন মৎস্য শিকারের নিষেধাজ্ঞার মেয়াদ বৃদ্ধি করা হয়। তিন মাস মাছ ধরা বন্ধের সময়ে সরকার নিবন্ধনকৃত জেলেদের প্রতি মাসে ২০ কেজি হারে মৎস্য ভিজিএফ খাদ্য প্রদান করা হয়েছে। 

বিএফডিসি'র কর্মকর্তা আরও বলেন, একদিনেই সকল নৌকা ও জাল নিলাম কার্যক্রম শেষ হয়েছে। এতে প্রায় আড়াই লাখ টাকা নৌকা নিলাম বাবদ অর্থ আয় হয়েছে।

নিলামের সময় উপস্থিত ছিলেন-রাঙামাটি জেলা বিএফডিসি'র ব্যবস্থাপক কমান্ডার মো. তৌহিদুল ইসলাম, উপব্যবস্থাপক মো. জাহিদুল ইসলাম, লংগদু উপজেলা বিএফডিসি'র কর্মকর্তা মো. আকবর হোসেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইতিহাস দরজায় কড়া নেড়ে বলছে, ১৯৭১ থেকে পাকিস্তান কি শেখেনি কিছুই

‘আমাদের মরদেহ বাড়িতে নিয়ো না’

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের খামারবাড়ি অবরোধের ঘোষণা

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

যশোরে আত্মগোপনে থাকা আ.লীগের শীর্ষস্থানীয় নেতাদের বাড়িতে পুলিশের অভিযান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত