Ajker Patrika

ইউপি নির্বাচনের জেরে ১ জনকে কুপিয়ে হত্যা 

পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি
ইউপি নির্বাচনের জেরে ১ জনকে কুপিয়ে হত্যা 

খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার লতিবান ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে প্রতিপক্ষের ধারালো অস্ত্রে একজন খুন হয়েছেন। গতকাল মঙ্গলবার রাতে দুর্গম হেলাদুলা পাড়ায় এ ঘটনা ঘটে। 

পুলিশ সূত্রে জানা যায়, সর্বশেষ ধাপের ইউপি নির্বাচনের শপথ শেষ হলেও হেলালাধুলা পাড়ার নব নির্বাচিত ইউপি সদস্য সোনা মহন ত্রিপুরার ছোট ভাই সমির ত্রিপুরাকে (৩২) রাতের অন্ধকারে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মারা যান। 

এ বিষয়ে প্রতিবেশী লতিবান ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য আপ্রুমং মারমা ও নিহতের ভাতিজা চারু বিকাশ ত্রিপুরা জানান, প্রতিপক্ষ মালেন্দ্র ত্রিপুরা সঙ্গে নির্বাচনী বিরোধিতার জের ধরেই এই হত্যাকাণ্ড ঘটেছে। নিহত সমির ত্রিপুরা রাত ১১টার দিকে পাশের পাড়া থেকে বাড়ি ফেরার পথে রাস্তায় অতর্কিত হামলা করে আসিময় ত্রিপুরা, মং কুমার ত্রিপুরা, মালিন্দ ত্রিপুরা গং। 

এ বিষয়ে পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনচারুল ইসলাম জানান, দুর্গম এলাকা হওয়ায় শেষ রাতে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য আজ বুধবার খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনার রহস্য উদ্‌ঘাটন ও আসামিদের ধরতে থানা-পুলিশ তৎপর রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত