তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি
পঞ্চগড় জেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র দুই চেয়ারম্যান প্রার্থীর বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে ইটপাটকেল নিক্ষেপ ও পোস্টার ছিঁড়ে বিভিন্ন হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। গত শনিবার রাতে একদল দুর্বৃত্ত হেলমেট পরে মোটরসাইকেলের বহর নিয়ে এ ঘটনা ঘটায়।
ওই ঘটনার পরপরই দুই প্রার্থী বিষয়টি জেলা প্রশাসন, পুলিশ ও জেলা নির্বাচন কর্মকর্তাকে মৌখিকভাবে অভিযোগ করেছেন। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পঞ্চগড় সদর থানার পুলিশ।
স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আব্দুল হান্নান শেখ বলেন, ‘শনিবার রাতে মোটরসাইকেলের বহর আমার বাসভবন ও ব্যবসাপ্রতিষ্ঠানে গিয়ে ইটপাটকেল নিক্ষেপ ও গালিগালাজ করে। তাঁরা আমাকে বাড়ি থেকে বেরিয়ে আসতে বলে। এর আগেও মোটরসাইকেলে কয়েকজন আমার বাসভবনে গিয়ে গালিগালাজ করে। পরে বিষয়টি লিখিতভাবে জেলা রিটার্নিং কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ করেছি।’
আরেক স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার রহমান দিলু বলেন, ‘একদল দুর্বৃত্ত উচ্চস্বরে শব্দ করে মোটরসাইকেলের বহর নিয়ে আমার বাসভবনে গিয়ে আমাকে খোঁজে এবং গালিগালাজ করে।’
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিয়া বলেন, ‘দুই প্রার্থীর বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেল শোডাউন করা হয়েছে। আমরা ঘটনাস্থলে গিয়ে দেখেছি। অভিযোগ পেলে ব্যবস্থা নেব। আইনশৃঙ্খলা পরিস্থিতি শান্ত রয়েছে।’
এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী আব্দুল হান্নান শেখের বাড়ির দারোয়ান আব্দুল হাই বলেন, ‘শনিবার রাতে আনুমানিক ৩০-৪০ জন লোক মোটরসাইকেলে এসে দরজায় লাথি মেরে ভাঙার চেষ্টা করে। এ সময় দরজা খুললে আমাকে মারধর করে গালিগালাজ করে এবং ইটপাটকেল মারতে থাকে।’ একই কথা বলেন অপর স্বতন্ত্র প্রার্থী দেলদার রহমান দিলুর স্ত্রী শামীমা নাজনীন। তিনি বলেন, ‘বাসার সামনে মোটরসাইকেলে করে লোকজন এসে উচ্চ শব্দ করে। আমার স্বামীকে বাড়ি থেকে বের হয়ে আসতে বলে। এ সময় তারা গালিগালাজ করে এবং বাইরের দরজায় লাথি মারে।’
এ বিষয়ে পঞ্চগড় জেলা প্রশাসক ও রিটার্নিং রিটার্নিং কর্মকর্তা জহুরুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। পুলিশ সুপার এটি নিজেই দেখছেন। যারা এটি করেছে চিহ্নিত করে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। নির্বাচন পর্যন্ত প্রার্থীদের নিরাপত্তার দায়িত্ব নেওয়া হয়েছে।
আজ সোমবার জেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ। এতে চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন আওয়ামী লীগের প্রার্থী জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক আবু তোয়বুর রহমান, স্বতন্ত্র প্রার্থী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট আব্দুল হান্নান শেখ ও অধ্যক্ষ দেলদার রহমান দিলু।
পঞ্চগড় জেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র দুই চেয়ারম্যান প্রার্থীর বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে ইটপাটকেল নিক্ষেপ ও পোস্টার ছিঁড়ে বিভিন্ন হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। গত শনিবার রাতে একদল দুর্বৃত্ত হেলমেট পরে মোটরসাইকেলের বহর নিয়ে এ ঘটনা ঘটায়।
ওই ঘটনার পরপরই দুই প্রার্থী বিষয়টি জেলা প্রশাসন, পুলিশ ও জেলা নির্বাচন কর্মকর্তাকে মৌখিকভাবে অভিযোগ করেছেন। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পঞ্চগড় সদর থানার পুলিশ।
স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আব্দুল হান্নান শেখ বলেন, ‘শনিবার রাতে মোটরসাইকেলের বহর আমার বাসভবন ও ব্যবসাপ্রতিষ্ঠানে গিয়ে ইটপাটকেল নিক্ষেপ ও গালিগালাজ করে। তাঁরা আমাকে বাড়ি থেকে বেরিয়ে আসতে বলে। এর আগেও মোটরসাইকেলে কয়েকজন আমার বাসভবনে গিয়ে গালিগালাজ করে। পরে বিষয়টি লিখিতভাবে জেলা রিটার্নিং কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ করেছি।’
আরেক স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার রহমান দিলু বলেন, ‘একদল দুর্বৃত্ত উচ্চস্বরে শব্দ করে মোটরসাইকেলের বহর নিয়ে আমার বাসভবনে গিয়ে আমাকে খোঁজে এবং গালিগালাজ করে।’
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিয়া বলেন, ‘দুই প্রার্থীর বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেল শোডাউন করা হয়েছে। আমরা ঘটনাস্থলে গিয়ে দেখেছি। অভিযোগ পেলে ব্যবস্থা নেব। আইনশৃঙ্খলা পরিস্থিতি শান্ত রয়েছে।’
এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী আব্দুল হান্নান শেখের বাড়ির দারোয়ান আব্দুল হাই বলেন, ‘শনিবার রাতে আনুমানিক ৩০-৪০ জন লোক মোটরসাইকেলে এসে দরজায় লাথি মেরে ভাঙার চেষ্টা করে। এ সময় দরজা খুললে আমাকে মারধর করে গালিগালাজ করে এবং ইটপাটকেল মারতে থাকে।’ একই কথা বলেন অপর স্বতন্ত্র প্রার্থী দেলদার রহমান দিলুর স্ত্রী শামীমা নাজনীন। তিনি বলেন, ‘বাসার সামনে মোটরসাইকেলে করে লোকজন এসে উচ্চ শব্দ করে। আমার স্বামীকে বাড়ি থেকে বের হয়ে আসতে বলে। এ সময় তারা গালিগালাজ করে এবং বাইরের দরজায় লাথি মারে।’
এ বিষয়ে পঞ্চগড় জেলা প্রশাসক ও রিটার্নিং রিটার্নিং কর্মকর্তা জহুরুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। পুলিশ সুপার এটি নিজেই দেখছেন। যারা এটি করেছে চিহ্নিত করে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। নির্বাচন পর্যন্ত প্রার্থীদের নিরাপত্তার দায়িত্ব নেওয়া হয়েছে।
আজ সোমবার জেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ। এতে চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন আওয়ামী লীগের প্রার্থী জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক আবু তোয়বুর রহমান, স্বতন্ত্র প্রার্থী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট আব্দুল হান্নান শেখ ও অধ্যক্ষ দেলদার রহমান দিলু।
রাজধানীর মিরপুরে ছিনতাইয়ের ঘটনায় ইমরান খান সাকিব ওরফে শাকিল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা-পুলিশ। ডিএমপি জানায়, শাকিল পেশাদার ছিনতাইকারী। গতকাল শুক্রবার সকাল ৬টা ১৫ মিনিটের দিকে গাজীপুরের পুবাইল থানার কুদাব পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়...
২ দিন আগেরাজধানীর খিলগাঁওয়ের তালতলায় ‘আপন কফি হাউসে’ তরুণীকে মারধরের ঘটনায় কফি হাউসের ব্যবস্থাপক (ম্যানেজার) আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধরকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান এ আদেশ দেন।
৫ দিন আগেক্যামেরার লেন্সে ধরা পড়ল অমানবিক দৃশ্য— মেয়েটিকে বেশ কিছুক্ষণ ধমকানো হলো। এরপর ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়। সে যেন মানুষ নয়, পথের ধুলো। এর মধ্যেই এক কর্মচারী হঠাৎ মোটা লাঠি নিয়ে আঘাত করে তাঁর ছোট্ট পায়ে। শিশুটি কাতরাতে কাতরাতে পাশের দুটি গাড়ির ফাঁকে আশ্রয় নেয়। কিন্তু নির্যাতন থামে না, সেই লাঠি আব
৬ দিন আগেটিআইবি নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, ‘ধর্ষণ’ শব্দ ব্যবহার না করার অনুরোধের মাধ্যমে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বাস্তবে ধর্ষকের পক্ষ নিচ্ছেন। তিনি এই বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেন, অপরাধকে লঘু করার কোনো...
১৬ মার্চ ২০২৫