Ajker Patrika

স্বতন্ত্র দুই চেয়ারম্যান প্রার্থীর বাড়িতে হামলা

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি
স্বতন্ত্র দুই চেয়ারম্যান প্রার্থীর বাড়িতে হামলা

পঞ্চগড় জেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র দুই চেয়ারম্যান প্রার্থীর বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে ইটপাটকেল নিক্ষেপ ও পোস্টার ছিঁড়ে বিভিন্ন হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। গত শনিবার রাতে একদল দুর্বৃত্ত হেলমেট পরে মোটরসাইকেলের বহর নিয়ে এ ঘটনা ঘটায়।

ওই ঘটনার পরপরই দুই প্রার্থী বিষয়টি জেলা প্রশাসন, পুলিশ ও জেলা নির্বাচন কর্মকর্তাকে মৌখিকভাবে অভিযোগ করেছেন। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পঞ্চগড় সদর থানার পুলিশ।

স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আব্দুল হান্নান শেখ বলেন, ‘শনিবার রাতে মোটরসাইকেলের বহর আমার বাসভবন ও ব্যবসাপ্রতিষ্ঠানে গিয়ে ইটপাটকেল নিক্ষেপ ও গালিগালাজ করে। তাঁরা আমাকে বাড়ি থেকে বেরিয়ে আসতে বলে। এর আগেও মোটরসাইকেলে কয়েকজন আমার বাসভবনে গিয়ে গালিগালাজ করে। পরে বিষয়টি লিখিতভাবে জেলা রিটার্নিং কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ করেছি।’

আরেক স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার রহমান দিলু বলেন, ‘একদল দুর্বৃত্ত উচ্চস্বরে শব্দ করে মোটরসাইকেলের বহর নিয়ে আমার বাসভবনে গিয়ে আমাকে খোঁজে এবং গালিগালাজ করে।’

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিয়া বলেন, ‘দুই প্রার্থীর বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেল শোডাউন করা হয়েছে। আমরা ঘটনাস্থলে গিয়ে দেখেছি। অভিযোগ পেলে ব্যবস্থা নেব। আইনশৃঙ্খলা পরিস্থিতি শান্ত রয়েছে।’

এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী আব্দুল হান্নান শেখের বাড়ির দারোয়ান আব্দুল হাই বলেন, ‘শনিবার রাতে আনুমানিক ৩০-৪০ জন লোক মোটরসাইকেলে এসে দরজায় লাথি মেরে ভাঙার চেষ্টা করে। এ সময় দরজা খুললে আমাকে মারধর করে গালিগালাজ করে এবং ইটপাটকেল মারতে থাকে।’ একই কথা বলেন অপর স্বতন্ত্র প্রার্থী দেলদার রহমান দিলুর স্ত্রী শামীমা নাজনীন। তিনি বলেন, ‘বাসার সামনে মোটরসাইকেলে করে লোকজন এসে উচ্চ শব্দ করে। আমার স্বামীকে বাড়ি থেকে বের হয়ে আসতে বলে। এ সময় তারা গালিগালাজ করে এবং বাইরের দরজায় লাথি মারে।’

এ বিষয়ে পঞ্চগড় জেলা প্রশাসক ও রিটার্নিং রিটার্নিং কর্মকর্তা জহুরুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। পুলিশ সুপার এটি নিজেই দেখছেন। যারা এটি করেছে চিহ্নিত করে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। নির্বাচন পর্যন্ত প্রার্থীদের নিরাপত্তার দায়িত্ব নেওয়া হয়েছে।

আজ সোমবার জেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ। এতে চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন আওয়ামী লীগের প্রার্থী জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক আবু তোয়বুর রহমান, স্বতন্ত্র প্রার্থী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট আব্দুল হান্নান শেখ ও  অধ্যক্ষ দেলদার রহমান দিলু। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

এনআইডির তথ্য ফাঁস করে ২০ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ জিয়াউলের বিরুদ্ধে

সাতকানিয়ায় নিহত জামায়াত কর্মীর লাশের পাশে ব্রাজিলের তৈরি অত্যাধুনিক পিস্তল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত