উদ্বোধন হলেও মেলেনি ঘর, নেই বিদ্যুৎ-পানি
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় উদ্বোধনের এক বছর পার হলেও এখনো আশ্রয়ণ প্রকল্পের ঘর পাননি উপকারভোগীদের অনেকেই। শতাধিক পরিবার জমির দলিল ও ঘরের চাবি পায়নি বলে জানা গেছে। এদিকে যাঁরা পেয়েছেন, তাঁরাও ভালো নেই। আশ্রয়ণ প্রকল্পে বিদ্যুৎ ও বিশুদ্ধ পানির ব্যবস্থা না থাকায় বিপাকে পড়েছেন তাঁরা।