ডাউকি নদীর ওপর সেতু চান এলাকাবাসী
সুনামগঞ্জের শান্তিগঞ্জ ও জগন্নাথপুর উপজেলাকে বিভক্ত করেছে ডাউকি নদী। ডাউকি নদীর দু পাড়ের মানুষের যোগাযোগের একমাত্র ভরসার নাম নৌকা। শুষ্ক মৌসুমে নদী প্রায় শুকিয়ে যায়। কিন্তু বর্ষার মৌসুমে নদী থাকে তীব্র স্রোত। ফলে ঝুঁকি নিয়েই পার হতে হয় নদী পাড়ের মানুষের। এলাকাবাসীর দাবি, ডাউকি নদীতে সেতু নির্মাণ করা