ডিমলায় এক দিনে দুজনের মরদেহ উদ্ধার
নীলফামারীর ডিমলায় একই দিনে দুজনের মরদেহ উদ্ধার করেছে ডিমলা থানা-পুলিশ। নিহতের মধ্যে একজন পুরুষ ও একজন নারী রয়েছেন। সোমবার দুপুরে পূর্ব ছাতনাই ইউনিয়নের কলোনী বাজার ও মাস্টারপাড়া এলাকা থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।