বাবার দান করা জমিতে প্রতিষ্ঠিত গির্জা গুঁড়িয়ে দিলেন দুই ছেলে
দিনাজপুরের বিরামপুর উপজেলার দীঘলচাঁদ গ্রামে খ্রিষ্টানদের একটি পুরোনো চার্চ গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ওই এলাকার এক ব্যক্তির দান করা জমিতে প্রতিষ্ঠিত চার্চ গুঁড়িয়ে দিয়েছেন তাঁরই দুই ছেলে। তাঁদের অভিযোগ, চার্চ তাঁর বাবার দেওয়া শর্তভঙ্গ করেছে।