মাদক কাণ্ডে আলোচিত সেই ছাত্রলীগ নেতাকে অব্যাহতি, ভারপ্রাপ্ত সম্পাদক নিযুক্ত
শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রাবাসে মাদক বিস্তার, ক্ষমতার অপব্যবহারসহ নানা অভিযোগে আলোচিত জামালপুরের ইসলামপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আলহাজ মিয়াকে দলীয় পদ থেকে অব্যাহতি দিয়েছে জেলা ছাত্রলীগ। একই সঙ্গে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিযুক্ত করাসহ দুজনকে সদস্য পদে সংযুক্ত করা হয়েছে।