বস্তায় আদা চাষে লাভবান কৃষক সোবহান
যশোরের ঝিকরগাছায় বস্তায় মাটি ভরে আদা চাষ করে লাভবান হয়েছেন মো. আব্দুস সোবহান নামের এক কৃষক। স্বল্প জায়গায়, কম সময়ে এই চাষে উৎপাদন খরচ বাদেও কয়েক গুণ লাভ হওয়ায় আগ্রহী হচ্ছেন অন্য চাষিরাও। এই পদ্ধতিতে আদা চাষে কৃষকদের বিভিন্ন সহযোগিতা করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।