পরিবারের ‘বোঝা’ বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যা, পুত্রবধূর স্বীকারোক্তি
জয়নব ওরফে জয়নার (৬৮) চোখে দেখতেন না, এমনকি ঠিকমতো চলাফেরাও করতে পারতেন না। পরিবারের ‘বোঝা’ মনে করে নিজের স্বামী-সন্তানই তাঁকে নৃশংসভাবে শ্বাসরোধে হত্যা করেন। ঘটনাটি ঘটে গত শুক্রবার উপজেলার মোকনা ইউনিয়নের পাড় গাজুটিয়া গ্রামে।