শিবপুরে ৭০টি পূজা মণ্ডপে অনুদান
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নরসিংদীর শিবপুরে ৭০টি পূজা মণ্ডপে অনুদান বিতরণ করেছেন শিবপুরের সাবেক সাংসদ ও শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের উপদেষ্টা মো. সিরাজুল ইসলাম মোল্লা। গতকাল শুক্রবার বিকেলে উপজেলা যুবলীগের কার্যালয়ে সিরাজুল ইসলাম মোল্লা সমাজ সেবা ফাউন্ডেশনের উদ্যোগে বিতরণ অনুষ্ঠান হয়।