সিডনির আদলে শিবচরে হবে ‘শেখ হাসিনা অপেরা হাউস’, স্থান পরিদর্শনে প্রতিমন্ত্রী
অস্ট্রেলিয়ার সিডনি অপেরা হাউসের আদলে নির্মাণ করা হবে শেখ হাসিনা আধুনিক অপেরা হাউস ও সাংস্কৃতিক কেন্দ্র। আজ বৃহস্পতিবার সকালে প্রকল্পটির জন্য মাদারীপুর জেলার শিবচরে জায়গা পরিদর্শন করেছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ, চিফ হুইপ নূর-ই আলম চৌধুরীসহ প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা।