অবৈধভাবে বালু তোলায় কালকিনিতে ৩ জনের কারাদণ্ড
আড়িয়াল খা নদ থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু তোলার অপরাধে মাদারীপুরের কালকিনিতে জাহাঙ্গীর হোসেন (৩০), মো. রাজিব হোসেন (৩২) ও রিয়াজ হাওলাদার (৩০) নামে তিনজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কালকিনি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. জাকির হোসেন।