তিতাস দখল ঘেরে, নদ হয়েছে খাল
নদী দখলের নতুন চিত্র ধরা পড়ল কুমিল্লার হোমনায়। এ উপজেলা দিয়ে প্রবাহিত তিতাস নদের দুই পাশে কয়েক শ অবৈধ বাঁশের ঘের দেওয়া হয়েছে। এসব ঘের থেকে নির্বিচারে রেণুসহ বিভিন্ন মাছ শিকার করা হচ্ছে। এতে ব্যাহত হচ্ছে নদের স্বাভাবিক স্রোতোধারা। এ কারণে নদটি কোথাও কোথাও মরা খালে পরিণত হয়েছে। দীর্ঘদিন নির্বিচারে মাছ