আইপি টিভি স্টার বাংলার অফিসে চুরি
গত ৫ জুলাই দুপুরে স্টার বাংলা আইপি টিভি’র স্বত্বাধিকারী জনি আচার্য্য সংবাদ সংগ্রহের জন্য হাজারী শপিং সেন্টারের সামনে তাঁর সহকর্মীকে নিয়ে নামার পর পর চোরের দল তাঁর অফিসের তালা কেটে ভেতরে প্রবেশ করে। এ সময় চোরেরা অফিসের ক্যাশ টেবিলের তালা ভেঙে নগদ ২০ হাজার টাকা চুরি করে নিয়ে যায়।