চিম্বুক পাহাড়ে নির্মাণাধীন রিসোর্টের কার্যক্রম বন্ধের দাবি বাসিন্দাদের
বান্দরবানের চিম্বুকের নাইতং পাহাড়ে পাঁচ তারকা হোটেল নির্মাণকে কেন্দ্র করে সৃষ্ট জটিলতা নিরসনে করা তদন্তের প্রতিবেদন প্রকাশের দাবি জানিয়েছেন চিম্বুক পাড়াবাসী। প্রতিবাদকারীদের বিরুদ্ধে হয়রানি বন্ধ, ম্যারিয়ট হোটেল ও রিসোর্ট প্রকল্পটি অবিলম্বে বাতিলের দাবিও তাঁদের।