পরিত্যক্ত বোতল দিয়ে ডাস্টবিন তৈরি করে প্রশংসায় ভাসছেন শিক্ষার্থী
পটুয়াখালী শহরের ঝাউতলা এলাকার ৪ লেন সড়কে গেলে চোখে পড়বে বোতল দিয়ে তৈরি করা ডাস্টবিন। শুধু ঝাউতলা এলাকায় নয়—শহরের বাসস্ট্যান্ড, লঞ্চঘাট জুবলি স্কুল এলাকায় রয়েছে বোতলের তৈরি এই ডাস্টবিন। পরিত্যক্ত প্লাস্টিকের বোতল দিয়ে তৈরি চমৎকার এই ডাস্টবিন দৃষ্টি আকর্ষণ করবে যে কারও।