ভোলায় স্বাস্থ্যবিধি না মানায় ১৩৫ জনের কারাদণ্ড, ২২ লক্ষাধিক টাকা জরিমানা
স্বাস্থ্যবিধি অমান্য করায় এবং বিনা কারণে বাইরে বের হওয়ার অপরাধে ভোলা জেলায় গত ১ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত এক মাসে ৩২৩টি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৩৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া ২ হাজার ৪৮৮ জনকে ২২ লাখ ৪৪ হাজার ৬৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে