সাংবাদিক তালুকদার মাসউদ হত্যা মামলায় ৭ আসামি রিমান্ডে
সাংবাদিক মাসউদ তালুকদার হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা বরগুনা সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. হেলাল উদ্দিন এ তথ্য জানান। তিনি বলেন, মামলায় জেলহাজতে থাকা সাত আসামির পাঁচ দিন করে রিমান্ড চেয়ে গত সোমবার আদালতে রিমান্ড আবেদন করলে আদালত আজ বুধবার শুনানির তারিখ ধার্য করেছিলেন।