Ajker Patrika

‘সেরা টেকসই রিয়েল এস্টেট’ কোম্পানির খেতাব পেল শেল্‌টেক্‌

অনলাইন ডেস্ক
আপডেট : ১৪ জুলাই ২০২৫, ২২: ১২
‘সেরা টেকসই রিয়েল এস্টেট’ কোম্পানির খেতাব পেয়েছে শেল্‌টেক্‌ সিরামিকস লিমিটেড। ছবি: বিজ্ঞপ্তি
‘সেরা টেকসই রিয়েল এস্টেট’ কোম্পানির খেতাব পেয়েছে শেল্‌টেক্‌ সিরামিকস লিমিটেড। ছবি: বিজ্ঞপ্তি

শেল্‌টেক্‌ সিরামিকস লিমিটেড ‘এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড ২০২৫’-এ ‘সেরা টেকসই রিয়েল এস্টেট কোম্পানি—বিল্ডিং ম্যাটেরিয়াল’ ক্যাটাগরিতে সম্মানসূচক মনোনীত হয়েছে।

এই স্বীকৃতি শেল্‌টেক্‌ সিরামিকসের দায়িত্বশীল উৎপাদন এবং টেকসই উদ্ভাবনের অঙ্গীকারকে সুস্পষ্টভাবে প্রতিফলিত করে। বাংলাদেশের সবচেয়ে উন্নত সিরামিক টাইলস উৎপাদনকারী কারখানায় পরিচ্ছন্ন শক্তি ব্যবহার, পানির দক্ষ ব্যবস্থাপনা এবং পরিবেশবান্ধব উৎপাদন পদ্ধতির মাধ্যমে দেশের টেকসই উন্নয়নের লক্ষ্যে অবদান রাখছে শেল্‌টেক্‌ সিরামিকস।

উচ্চমানের ইউরোপীয় যন্ত্রপাতি দিয়ে সাজানো এই কারখানায় নিজস্ব বিদ্যুৎকেন্দ্র রয়েছে, যা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করে। নদীর ধারে নিজস্ব ঘাট সুবিধার মাধ্যমে লজিস্টিকস ও পরিবহনব্যবস্থা প্রতিষ্ঠানটির পণ্য বিতরণের ক্ষেত্রে সব ধরনের দূষণ থেকে বিরত রাখে, যা সরাসরি পর্যবেক্ষণ করা হয়।

শেল্‌টেক্‌ সিরামিকসের সম্মানসূচক মনোনয়ন টেকসই নির্মাণযাত্রায় অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলে বিশ্বাস প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তাদের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত