Ajker Patrika

দুই ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেল লাফার্জহোলসিম

অনলাইন ডেস্ক
আপডেট : ১৪ জুলাই ২০২৫, ২১: ১৬
দুই ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেয়েছে লাফার্জহোলসিম। ছবি: বিজ্ঞপ্তি
দুই ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেয়েছে লাফার্জহোলসিম। ছবি: বিজ্ঞপ্তি

টেকসই ব্যবসায়িক অনুশীলন এবং উদ্ভাবনী সমাধানে অনবদ্য অবদান রাখায় দুই ক্যাটাগরিতে ‘এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড ২০২৫’ অর্জন করেছে লাফার্জহোলসিম বাংলাদেশ পিএলসি। বছরের সেরা নির্মাণসামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতির পাশাপাশি ‘ক্লিন অ্যান্ড অলটারনেটিভ ফুয়েল’ ক্যাটাগরিতে সম্মাননা দেওয়া হয়েছে লাফার্জহোলসিমকে।

এর আগে ২০২৩ সালে দুটি এবং ২০২৪ সালে একটি ক্যাটাগরিতে পুরস্কার লাভ করেছিল লাফার্জহোলসিম। টেকসই নির্মাণ ও সার্কুলার ইকোনমিকে কেন্দ্র করে সব ব্যবসায়িক পরিকল্পনা গ্রহণ করার মাধ্যমে কোম্পানিটি জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যগুলো অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

দুই ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেয়েছে লাফার্জহোলসিম। ছবি: বিজ্ঞপ্তি
দুই ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেয়েছে লাফার্জহোলসিম। ছবি: বিজ্ঞপ্তি

গতকাল (১২ জুলাই ২০২৫) ব্র্যান্ড ফোরাম আয়োজিত পুরস্কার প্রদান অনুষ্ঠানে কোম্পানির পক্ষে ‘বছরের সেরা নির্মাণসামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠান’ ক্যাটাগরিতে বিজয়ীর পুরস্কার গ্রহণ করেন কমার্শিয়াল ও লজিস্টিকস ডিরেক্টর মোহাম্মদ মাহফুজুল হক এবং ডিজিএম স্ট্র্যাটেজি অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট ফারজানা এহসান এবং ‘ক্লিন অ্যান্ড অলটারনেটিভ ফুয়েল’ ক্যাটাগরিতে সম্মাননার স্বীকৃতি গ্রহণ করেন হিউম্যান রিসোর্স ডিরেক্টর এ কে এম আতিকুর রহমান এবং ডেপুটি ম্যানেজার-জিওসাইকেল তামরিন চৌধুরী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত